বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ। তবে জাতীয় দলের নির্বাচন কমিটির প্রধান পদে কাজ করতে হলে তাঁকে দিল্লি ক্যাপিটাল্সের কোচিংয়ের চাকরি ছাড়তে হবে।
আরও পড়ুন - মুক্তি পেল শিশুদের নিয়ে তৈরি মিউজিক ভিডিও "এক ছোট্ট মেয়ে"
বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করলেও এই খবর দিয়েছেন৷ তিনি বলেছেন, “আমরা আজ অজিতের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তিনি তাঁর আইপিএল ভূমিকা ছেড়ে নির্বাচকদের চাকরির জন্য আবেদন করবেন কিনা তা সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তের বিষয়। তবে স্পষ্টতই, তিনি গতবার খুবই দৌড়ে ছিলেন এবং আমরা তাঁকে পেলে খুশি হব।’’
advertisement
আরও পড়ুন - Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
তিনি আরও বলেছেন, ‘‘আইপিএল ছাড়াও তিন ফরম্যাটেই খেলার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, পাশাপাশি তিনি একজন তরুণ। তাঁর ইনপুট এবং অভিজ্ঞতা অমূল্য হবে, তিনি তরুণ খেলোয়াড়দের সঙ্গেও কাজ করেছেন এবং তিনি ঘরোয়া ফরম্যাটের সব রকমই জানেন৷ "
অজিত আগরকরের কেরিয়ার:
টেস্ট: ম্যাচ: ২৬, উইকেট: ৫৮
ওডিআই: ম্যাচ: ১৯১, উইকেট: ২৮৮
টি-টোয়েন্টি: ৪, উইকেট: ৩
প্রথম শ্রেণী: ১১০, উইকেট: ২৯৯
লিস্ট এ: ম্যাচ: ২৭০, উইকেট: ৪২০
T20: ম্যাচ: ৬২, উইকেট: ৪