TRENDING:

Viral Video: সময়টা ভাল যাচ্ছে না কুলদীপের, রিঙ্কুকে চড় কাণ্ডের পর এবার মাঠের মধ্যেই এ কী করলেন প্রাক্তন কেকেআর নাইট

Last Updated:

Viral Video: ১৮ মে রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচে খোদ  আম্পায়ারের উপরেই চড়াও হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একের পর এক বিতর্কে জড়াচ্ছেন কুলদীপ যাদব৷ এক সময়ের আইপিএলের কেকেআর দলের সতীর্থ  রিঙ্কু সিংকে ম্যাচের পর দুই-তিনবার মজা করে থাপ্পড় মেরেছিলেন কুলদীপ যাদব৷ ফের তিনি খারাপ কারণের জন্য শিরোনামে এসেছেন৷ তিনি এখন খুবই রুক্ষ মেজাজে আছেন। ১৮ মে রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচে খোদ  আম্পায়ারের উপরেই চড়াও হন৷
আউট কেন দিলেন না সরাসরি আম্পায়রকে প্রশ্ন তুলে দিলেন কুলদীপ যাদব- Photo Courtesy- X Account/ Video Grab
আউট কেন দিলেন না সরাসরি আম্পায়রকে প্রশ্ন তুলে দিলেন কুলদীপ যাদব- Photo Courtesy- X Account/ Video Grab
advertisement

ঘটনাটি কখন ঘটেছিল?

ঘটনাটি ঘটে ৮ম ওভারের প্রথম বলে যখন কুলদীপ যাদব একটি গুগলি বল করেন যা সাই সুদর্শন বুঝতে পারেননি৷  কুলদীপ তাঁর সতীর্থদের সঙ্গে নিয়ে একটি জোরালো আবেদন করেন কিন্তু আম্পায়ার কেইয়ুর কেলকার তা খারিজ করে দেন। কুলদীপ তৎক্ষণাৎ অধিনায়ক অক্ষর প্যাটেলকে ডিআরএস নিতে বলেন।

রিপ্লেতে কী দেখানো হয়েছে?

বড় স্ক্রিনে রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বলটি লাইনে পিচ করছিল এবং সুদর্শনের গায়ে লেগেছিল। বল-ট্র্যাকিং সিস্টেম ইঙ্গিত দিচ্ছিল যে বলটি লেগ স্টাম্প স্পর্শ করতে পারে। তবে, ডিআরএস নিয়মে ‘আম্পায়ারের কল’ ধারা থাকার কারণে, সিদ্ধান্তটি নট আউট থেকে যায়। যার মতে, সিদ্ধান্ত উল্টাতে হলে, বলের ৫০ শতাংশের বেশি অংশ স্টাম্পে আঘাত করতে হবে।

advertisement

আরও পড়ুন – India Strikes On Bangladesh: ‘হাতে না মেরে ভাতে মারা’ এই নীতিতে বাংলাদেশে বিরাট আঘাত ভারতের, ৭৭ কোটি ডলারের ব্যবসায় ব্যান, মহা সংকটে বাংলাদেশ

আর কুলদীপ আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন

থার্ড আম্পায়ার রিভিউ খারিজ করার সঙ্গে-সঙ্গেই কুলদীপ যাদব আম্পায়ার কেইয়ুর কেলকারের দিকে এগিয়ে যান এবং তর্ক শুরু করেন। চায়নাম্যান যুক্তি দিয়েছিলেন যে বলের খুব সামান্য অংশ লেগ স্টাম্প থেকে বাদ পড়েছিল এবং এই সিদ্ধান্ত এলবিডাব্লু আউট দেওয়া উচিত। আম্পায়ার শান্তভাবে পরিস্থিতি সামাল দেন এবং কুলদীপকে তাঁর বোলিং এন্ডে ফিরে যেতে এবং ওভার চালিয়ে যেতে ইঙ্গিত করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

ম্যাচে, দিল্লি প্রথমে ব্যাট করে কেএল রাহুলের সেঞ্চুরির উপর ভিত্তি করে ১৯৯ রান করে। জবাবে, গুজরাট টাইটান্স ১০ উইকেটে লক্ষ্য অর্জন করে। টানা তিনটি জয়ের সাথে, গুজরাট টাইটান্সের ১২টি ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে এবং দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসও ১২ ম্যাচে ১৭-১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছে। দিল্লির দল ১২টি ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং প্লে-অফে যাওয়ার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: সময়টা ভাল যাচ্ছে না কুলদীপের, রিঙ্কুকে চড় কাণ্ডের পর এবার মাঠের মধ্যেই এ কী করলেন প্রাক্তন কেকেআর নাইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল