বলি অভিনেত্রী পায়েল ঘোষ এখন আলোচনায়। কিছুদিন আগে তিনি মহম্মদ শামিকে বিয়ে করতে চেয়ে পোস্ট করেছিলেন। পরে বলেন, তিনি মজা করে ওরকম পোস্ট করেছিলেন। এবার সেই পায়েল ঘোষ বিস্ফোরক দাবি করলেন গৌতম গম্ভীর, ইরফান পাঠান ও অক্ষয় কুমারকে নিয়ে।
আরও পড়ুন- Viral Video: অস্ট্রেলিয়ায় অব্যবস্থার শিকার পাকিস্তান! মাল বইলেন বাবর-রিজওয়ানরা
advertisement
পায়েল দাবি করেছেন, ‘২০১১ সাল থেকে পাঁচ বছর আমি ইরফান পাঠানকে ডেট করেছি। তবে সেই সম্পর্ক আর টিকল না। আমি ভেঙে পড়েছিলাম তার পর। বহুদিন কাজও করতে পারিনি। ওই ব্রেক আপ আমি মানতে পারছিলাম না মন থেকে। ইরফানকে একটা সময় আমি চোখে হারাতাম।
এর পর তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন, গৌতম গম্ভীর এবং অক্ষয় কুমারও আমাকে চাইত। তবে অক্ষয় কুমার কখনওই আমার সঙ্গে খারাপ আচরণ করেননি। ওঁকে আমি সম্মান করি। কিন্তু আমি ইরফানকে ভালবাসতাম সেই সময়। গৌতম গম্ভীর আমাকে মিসড কল দিত। সেগুলো আমি ইরফানকে দেখিয়েছিলাম।
পায়েল ঘােষ আরও বলেন, একটা ম্যাচ চলাকালীন আমি পুনেতে ইরফানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কটা টিকল না শেষমেশ।’
আরও পড়ুন- ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে
পায়েলের এই কথা শোনার পর অনেকেই তাঁকে ট্রোল করেছেন। আসলে এই ব্যাপারটি অনেকেই বিশ্বাস করতে পারেননি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F