TRENDING:

'গৌতম গম্ভীর মিসড্ কল দিত, তখন ইরফানের সঙ্গে প্রেম করতাম', অভিনেত্রীর বিস্ফোরক দাবি

Last Updated:

Payal Ghosh Claim on Irfan Pathan: এই অভিনেত্রা শামিকে বিয়ে করতে চেয়েছিলেন। এবার চাঞ্চল্যকর দাবি করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রচারে থাকার চেষ্টা! নাকি তিনি যা বলছেন সবটাই সত্যি! যদি প্রথমটা হয়, তা হলে আসল সত্যিটা হয়তো একদিন বেরিয়ে আসবে। তখন এসব দাবি বুঁদবুঁদের মতো উবে যাবে। আর যদি দ্বিতীয়টা সত্যি হয়, তা হলে এই জল অনেক দূর গড়াতে পারে।
advertisement

বলি অভিনেত্রী পায়েল ঘোষ এখন আলোচনায়। কিছুদিন আগে তিনি মহম্মদ শামিকে বিয়ে করতে চেয়ে পোস্ট করেছিলেন। পরে বলেন, তিনি মজা করে ওরকম পোস্ট করেছিলেন। এবার সেই পায়েল ঘোষ বিস্ফোরক দাবি করলেন গৌতম গম্ভীর, ইরফান পাঠান ও অক্ষয় কুমারকে নিয়ে।

আরও পড়ুন- Viral Video: অস্ট্রেলিয়ায় অব্যবস্থার শিকার পাকিস্তান! মাল বইলেন বাবর-রিজওয়ানরা

advertisement

পায়েল দাবি করেছেন, ‘২০১১ সাল থেকে পাঁচ বছর আমি ইরফান পাঠানকে ডেট করেছি। তবে সেই সম্পর্ক আর টিকল না। আমি ভেঙে পড়েছিলাম তার পর। বহুদিন কাজও করতে পারিনি। ওই ব্রেক আপ আমি মানতে পারছিলাম না মন থেকে। ইরফানকে একটা সময় আমি চোখে হারাতাম।

এর পর তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন, গৌতম গম্ভীর এবং অক্ষয় কুমারও আমাকে চাইত। তবে অক্ষয় কুমার কখনওই আমার সঙ্গে খারাপ আচরণ করেননি। ওঁকে আমি সম্মান করি। কিন্তু আমি ইরফানকে ভালবাসতাম সেই সময়। গৌতম গম্ভীর আমাকে মিসড কল দিত। সেগুলো আমি ইরফানকে দেখিয়েছিলাম।

advertisement

পায়েল ঘােষ আরও বলেন, একটা ম্যাচ চলাকালীন আমি পুনেতে ইরফানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কটা টিকল না শেষমেশ।’

আরও পড়ুন- ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে

পায়েলের এই কথা শোনার পর অনেকেই তাঁকে ট্রোল করেছেন। আসলে এই ব্যাপারটি অনেকেই বিশ্বাস করতে পারেননি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/খেলা/
'গৌতম গম্ভীর মিসড্ কল দিত, তখন ইরফানের সঙ্গে প্রেম করতাম', অভিনেত্রীর বিস্ফোরক দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল