Viral Video: অস্ট্রেলিয়ায় অব্যবস্থার শিকার পাকিস্তান! মাল বইলেন বাবর-রিজওয়ানরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video Pakistan Cricketers Load Their Luggage: অস্ট্রেলিয়া সফরে গিয়েই অব্যবস্থার সম্মুখীন হল পাকিস্তান ক্রিকেট দল। বিমান বন্দরে পৌছে নিজেদের লাগেজ নিজেরাই লোড করলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা।
সিডনি: অস্ট্রেলিয়া সফরে গিয়েই অব্যবস্থার সম্মুখীন হল পাকিস্তান ক্রিকেট দল। ভারতে বিশ্বকাপ খেলতে পা রেখে যে রাজকীয় সংবর্ধনা পেয়েছিল বাবর আজম-শাহিন আফ্রিদিরা, তার ঠিক উল্টো চিত্র ধরা দিল অজিভূমে। সেখানে পাকিস্তান দলকে স্বাগত জানানো তো দূরের কথা, লাগেজ পর্যন্ত নিজেদই ট্রাকে লোড করতে হয় পাকিস্তান ক্রিকেটারদের। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে , পাকিস্তান দলের প্লেয়ার সহ বাকি সদস্যরা বিমানবন্দর থেকে বেরনোর পর তাঁদের লাগেজ নিয়ে একটি কন্টেনার ট্রাকের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে একএক করে তাদের জিনিস লোড করছেন। মহম্মদ রিজওয়ানকে দেখা যায় ট্রাকের উপরে উঠে লাগেজ লোড করছেন। এই ভিডিও সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক।
advertisement
এছাড়া পাকিস্তান ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ায় পৌছায় তাদের স্বাগত জানানোক জন্যও কোনও প্রতিনিধি ছিল না বলে অভিযোগ। যার ফলে আরও একবার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার অতিথি আপ্যায়ন নিয়ে। স্বগত জানানো তো দূরের কথা, একপ্রকার কুলির ভূমিকায় দেখা গেল পাকিস্তান ক্রিকেটারদের।
advertisement
Pakistan team has reached Australia to play 3 match Test series starting December 14.
Pakistani players loaded their luggage on the truck as no official was present. pic.twitter.com/H65ofZnhlF
— Cricketopia (@CricketopiaCom) December 1, 2023
advertisement
প্রসঙ্গত,অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর পাক দলকে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন সান মাসুদ। ১৪-১৮ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট, ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় ও বক্সিং ডে টেস্ট, ৩-৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 1:16 PM IST