Bangladesh vs New Zealand: ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে

Last Updated:

Bangladesh Beat New Zealand by 150 runs: বিশ্বকাপ শেষে ঘরের মাঠে সিরিজ হতেই ফের গর্জন বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বড় জয় পেল বাংলাদেশ। ব্যাটে-বলে কিউদের প্রথম টেস্টে উড়িয়ে দিল শাকিবহীন বাংলা টাইগার্সরা।

সিলেট: বিশ্বকাপে মাত্র ২টি ম্যচে জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। যার কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয় পুরো দলকে। এবার বিশ্বকাপ শেষে ঘরের মাঠে সিরিজ হতেই ফের গর্জন বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বড় জয় পেল বাংলাদেশ। ব্যাটে-বলে কিউদের প্রথম টেস্টে উড়িয়ে দিল শাকিবহীন বাংলা টাইগার্সরা।
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শাকিব আল হাসান না থাকায় দলকে নেতৃত্ব দেন নাজমুল হাসান শান্তো। প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন মেহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের হয়ে সবথেকে বেশি ৪টি উইকেট নেন গ্লেন ফিলিপস। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের অনবদ্য শতরানের সৌজন্যে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৪টি উইকেট নেন তাইজুল ইসলাম। ৭ রানের লিড পায় ব্ল্যাক ক্যাপসরা।
advertisement
দ্বিতীয় ইনিংসেও ভাল ব্যাটিং করে বাংলাদেশ। নাজমুল হাসান শান্তো ১০৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। এছাড়া ৬৭ রান করেন মুশফিকুর রহিম। ৫০ রান করেন মেহেদি হাসান। ৩৩৮ রান করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৭ রানের লিড বাদ দিয়ে ৩৩২ টার্গেট দেয় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ইনিংস। চতুর্থ দিনের খেলা শেষেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৩ উইকেট। শেষ দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যায়। ১৮১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৫০ রানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তাইজুল ইসলাম। এই জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল বাংলাদেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs New Zealand: ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement