পঙ্কজ ত্রিপাঠি ও এমএস ধোনি, দুজনরেই বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারে। হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে পেশাগত জীবনে তাঁরা দুজনেই আজ সফল। আর জীবনে চলার পথে ধোনি ও পঙ্কজ ত্রিপাঠির লড়াই যেন অনুপ্রেরণা জুগিয়ে যায় অনেককেই। এমন দুজন মানুষকে একসঙ্গে দেখতে পেলে দর্শকদের নিশ্চয়ই ভালই লাগবে। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক, আরেকজন অভিনয় জগতে প্রতিষ্ঠিত। দুজনকে এক মঞ্চে দেখে ইতিমধ্যে দর্শকদের মনে কৌতুহল জেগেছে।
আরও পড়ুন- হিংসে করার লোকের অভাব ছিল না, ব্যর্থতা চাইত দলের ! বোমা শাস্ত্রীর
ধোনি ও পঙ্কজ ত্রিপাঠি একটি বিজ্ঞাপনের শুটিং-এ ব্যস্ত। ফিল্ম সিটি, গোরেগাঁও, মুম্বইতে চলছে সেই শুটিং। ধোনি এখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। খেলেন শুধু আইপিএলে। ফলে ক্রিকেট নিয়ে ব্যস্ততা তাঁর সেরকম নেই। যার ফলে এখন একের পর এক বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাচ্ছে। সপ্তাহের বেশিরভাগ দিন ধোনি এখন শুটিং নিয়ে ব্যস্ত থাকেন।
আরও পড়ুন- অধিনায়ক রুট এবং মালানের ব্যাটে গাবায় তৃতীয় দিনে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড
কিছুদিন আগে যুবরাজ সিংয়ের সঙ্গেও ধোনিকে দেখা গিয়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছিল। আসলে অনেকেই মনে করেন, ধোনির সঙ্গে যুবরাজের সম্পর্ক ভাল নয়। আর তার জন্য দায়ী যুবরাজের বাবা যোগরাজ সিং। কারণ তিনি একাধিকবার খোলা মঞ্চ থেকে ধোনিকে আক্রমণ করেছেন। যুবরাজ ভারতীয় দল থেকে বাদ পড়লেই যোগরাজ সিং আক্রমণ করেছেন ধোনিকে। এর মধ্যে যুবরাজও বিবৃতি দিয়ে জানিয়েছেন, যোগরাজ যে সমস্ত কথা ধোনি সম্পর্কে বলেন তার দায় তিনি নেবেন না। তবে এসবের মাঝে একটা ছবি বুঝিয়ে দিয়েছিল, আসলে ধোনি ও যুবরাজের সম্পর্কে কোনও সমস্যা নেই।