২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য৷ তারপরে অবশ্য চোট পেয়েছিলেন তিনি| চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন অচিন্ত্য। অলিম্পিকে নামার স্বপ্ন দেখছিলেন | কিন্তু নিজের ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন বাংলার অ্যাথলিট৷ জাতীয় ক্যাম্প চলছে ভারোত্তোলকদের | সেই ক্যাম্পের নিয়ম ভেঙে রাত্রি বেলা মহিলা অ্যাথলিটদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি ৷ আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁর উপর নেমে আসে শাস্তির খাঁড়া | তাঁকে বিতাড়িত করা হয় জাতীয় ক্যাম্প থেকে ৷
advertisement
নিজের জীবনের সেই খারাপ সময় কাটিয়ে ফের ন্যাশনাল লেভেলে পদক জয় হাওড়ার অচিন্ত্য শিউলির| আবার শূন্য থেকে শুরু করে নিজেকে সাফল্যের শিখরে দেখতে চান হাওড়ার অচিন্ত্য| সম্পূর্ণ নিজের কৃতিত্বে এইবার তাঁর এই পদক জয় বলে জানায় অচিন্ত্য| হাওড়ার দেউলপুরে অচিন্ত্যর বাড়ি | মা জরির কাজ করে সংসার চালান | দাদা অলোক দমকল দফতরের অস্থায়ী কর্মী।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের দু’টি বিভাগে জোড়া সোনা, যুব এশিয়ান চ্যাম্পিনশিপে রুপো, বাংলার হয়ে জেতা তিনটি সোনা-সহ আটটি পদক ঝুলছে ঘরের কোণের পেরেকে | অভাবের সংসারে অচিন্ত্যর সম্বল এখন নিজেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জেদ | আগামীদিনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমে সাফল্য অর্জন করাই তাঁর বর্তমান লক্ষ্য৷ যাতে তাঁর জীবনে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা থেকে জাতীয় স্তরে ভারোত্তোলক ফের ভারতের হয়ে সাফল্য আনতে পারে অচিন্ত্য৷ অচিন্ত্যর সাফল্যে খুশি তাঁর মা৷ আগামীদিনে অচিন্ত্যকে ফের সাফল্যের শীর্ষে দেখতে চান তিনি৷
Rakesh Maity