Purba Medinipur News: আর জেলা নয়, জাতীয় স্তরে সোনা জিতল রামনগরের এই মেয়ে, এবার খেলার সুযোগ খেলো ইন্ডিয়াতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Purba Medinipur News: জুডো প্রতিযোগিতায় জাতীয় স্তরে সোনা জয় এক স্কুল ছাত্রীর!
রামনগর: রামনগরের অষ্টম শ্রেণীর পড়ুয়া জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগাল সকলকে। বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধূলায় চমকে দেওয়ার মত পারফরম্যান্স তুলে ধরছে। তারই নিদর্শন রাখল ন্যাশনাল জুডো প্রতিযোগিতায় রামনগরের মেয়ে তৃপ্তি রায়।
তৃপ্তি রায়ের সোনা প্রাপ্তির পাশাপাশি রামনগর থানার অন্তর্গত সুহত্র দাস ন্যাশনাল জুডো প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে উল্লেখযোগ্য পারফরমেন্স রাখল। আর এই পারফরমেন্সের ভিত্তিতে জেলার এই দুই কৃতি ছাত্র-ছাত্রী স্থান লাভ করল ‘খেলো ইন্ডিয়া’ প্রতিযোগিতায়।
advertisement
advertisement
এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনি। রামনগর থেকে জাতীয় স্তরের জয়ের কাহিনি। রামনগর অষ্টম শ্রেণির ছাত্রীর এই সাফল্যে খুশি রামনগরবাসী সহ জেলাবাসী। জাতীয় স্তরে ন্যাশনাল জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ডের গিরিডিতে। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল তৃপ্তি রায় ও সুহত্র দাস নিজেদের ব্যক্তিগত বিভাগে মুন্সিয়ানার পরিচয় দিল। তাদের এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি রামনগর সহ জেলাবাসী।
advertisement
রামনগরের বাসিন্দা তৃপ্তি রায় ন্যাশনাল জুডো প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে সোনার পদক জয় লাভ করে জেলার সোনার মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে খেলো ইন্ডিয়ার মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছে। রামনগরের জুডো সেন্টারের ছাত্র-ছাত্রীরা সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতায় ছাপ রাখছে। আবারও ন্যাশনাল সোনা প্রতিযোগিতায় সোনা জিতে সেই পরম্পরা বজায় রাখল তৃপ্তি রায়।
advertisement
জুডো চ্যাম্পিয়নশিপে ছেলেদের পাশাপাশি মেয়েদের সাফল্যে গর্বিত রামনগর সহ পূর্ব মেদিনীপুরবাসী। আন্ডার ফোর্টিন বিভাগে স্বর্ণপদক জয় তৃপ্তি রায়ের ও আন্ডার ১৯ বিভাগে পঞ্চম স্থান অধিকার করে খেলো ইন্ডিয়াতে সুযোগ পেল সুহত্র দাস। রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার তাকে সম্বর্ধনা দেন। পশ্চিমবঙ্গের একমাত্র মেয়ে হিসেবে আন্ডার ফোর্টিন বিভাগে ন্যাশনাল চ্যাম্পিয়ন হল তৃপ্তি রায়। তার এই সাফল্যে খুশি তার বাবা-মা সহ কোচ অজয় নন্দী। প্রসঙ্গত রামনগরের জুডো সেন্টারে অজয় নন্দীর কোচিংয়ে ছাত্রছাত্রীরা দুটো প্রতিযোগিতায় বহুবার সফলতা অর্জন করেছে।
advertisement
Saikat Shee
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 6:45 PM IST