হুগলির চন্দননগরের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় একটি আবাসনে মা বাবার সঙ্গে থাকেন বছর কুড়ির অভিষেক পড়েল। কানাইলাল বিদ্যামন্দির স্কুল থেকে তাঁর পড়াশোনা।
মাত্র চার বছর বয়স থেকেই উইকেট কিপিং-এর গ্লাভস তাঁর হাতে। একইসঙ্গে ভাল ব্যাটিংও করতে পারেন অভিষেক। ২০১৯ এর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ছিল অভিষেক। তার পরে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স। আইপিএল বরাবরই স্বপ্ন ছিল অভিষেকের। অবশেষে মিলেছে সেই সুযোগ।
advertisement
আরও পড়ুন- অরিজিৎ সিংয়ের গানে দুলছে ধোনির শরীর! এই ভিডিও না দেখলে বিরাট মিস
দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ঋষভ পান্থ এক দুর্ঘটনায় গুরুতর আহত হন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ার জন্য এখনও পর্যন্ত মাঠে নামতে পারছেন না উইকেট কিপার ব্যাটার ঋষভ। সেই থেকেই দিল্লির সিলেকশন বোর্ড খুঁজছিল এমন একটি প্লেয়ার যে উইকেট কিপিং এবং ব্যাটিং একইসঙ্গে করতে পারবে।
অবশেষে সিলেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং এর চোখে পড়েন অভিষেক। সমস্ত ঘাত প্রতিঘাত পেরিয়ে সবশেষে নিজের নাম তিনি নথিভুক্ত করতে পেরেছেন দিল্লি টিমে।
অভিষেকের পরিবার-পরিজনরা চাইছেন দিল্লির জার্সি পড়ে মাঠে নেমে নিজের ক্ষুরধার পারফরম্যান্স যেন দেখাতে পারে তাঁদের ছেলে। যদিও ইতিমধ্যেই আইপিএলের সুযোগ পাওয়ার পর গোটা চন্দননগরের মানুষের চোখের মণি এখন অভিষেক পোড়েল।
আরও পড়ুন- ধোনির পা ছুঁয়ে স্ত্রীকে সোহাগ, আদর! 'প্রেমিক' অরিজিৎ সিংয়ের বিমানবন্দরের ভিডিও
অভিষেকের বাবা জানিয়েছেন, ছেলে যত চাপে পড়ে ততই মাথা ঠান্ডা রেখে খেলতে পারে। তিনি আশাবাদী যদি কখনো মাঠে নামার সুযোগ পায় তাহলে অবশ্যই অভিষেক নিজের বেস্ট পারফরমেন্স দেবে।
রাহী হালদার