ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন তারকার সই করার পর থেকেই কিছু আসনে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তবে সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার মধ্যেও টিকিটের দাম রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০ হাজার টাকা। মেসি অনুরাগীরা মাইলের পর মাইল সফর করেও ম্যাচ দেখতে আসছেন।যদিও ২১ তারিখের ম্যাচের টিকিটের মূল্য ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি।
advertisement
লিগ টেবিলে সবশেষে থাকা সত্ত্বেও মেসির আগমনের পর ইন্টার মিয়ামির টিকিটের মূল্য ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইন্টার মিয়ামিতে মেসির সই এর পরেই মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা দেখা দিয়েছে। ফুটবলের নতুন রাজপুত্রও ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন। ফুটবলের বাইরেও মেসি ম্যানিয়া ছড়িয়ে পড়েছে।
হার্ড রক ক্যাফে নামে এক রেস্তোরাঁ মেসি চিকেন স্যান্ডউইচ বলে নতুন পদ তৈরি করেছে। এর আগে আর্জেন্টিনার তারকা ইনস্টাগ্রামে ইন্টার মিয়ামিতে আসার পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। শুক্রবারই তার নতুন ক্লাবের হয়ে তিনি অভিষেক করতে চান বলেও তিনি ইঙ্গিত দেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ শুক্রবার আবার দেখা হচ্ছে।’
তবে ভুলেও ভাববেন না এত টাকা খরচ করে টিকিট কাটার লোক নেই। ৯০ লাখের টিকিটও বিক্রি হচ্ছে। যারা এই টিকিট কাটবেন তাদের দেওয়া হবে মেসির অটোগ্রাফ, জার্সি এবং লাঞ্চ।