১. দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সঞ্জুর উইকেট: দিল্লির বিরুদ্ধে মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রাজস্থানের অধিনায়ক। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচ ধরেন হোপ। হোপের পা বাউন্ডারি লাইনের খুবই কাছে ছিল, স্পষ্ট বোঝা যায়নি আউট না নট আউট। তৃতীয় আম্পায়ার আউট দেন।
২. কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচে বিরাটের উইকেট: হর্ষিত রানার ফুলটস বল ক্যাচ দিয়ে আউট হন বিরাট। ২২৩ রান তাড়া করতে নেমে ৭ বলে ১৮ করেছিলেন বিরাট। বলটি কোমরের উপরে ছিল না কি নীচে সেই নিয়ে অনেক বিতর্ক হয়।
advertisement
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?
৩. রাজস্থান বনাম গুজরাত ম্যাচে মোহিত শর্মার ওয়াইড: রাজস্থান বনাম গুজরাত ম্যাচে শেষ ওভারে বল করছিলেন মোহিত শর্মা। বলটি ওয়াইড লাইনের বাইরে থাকলেও মারতে এগিয়ে যান সঞ্জু। মিস করলে বলটি ওয়াইড হয়। তৃতীয় আম্পায়ারের কাছে গেলেও ওয়াইডের সিদ্ধান্ত বদলায়নি।
৪. লখনউ বনাম দিল্লি ম্যাচে ঈশান্ত শর্মার ওয়াইড: ১২ এপ্রিলের দিল্লি বনাম লখনউ ম্যাচে লখনউয়ের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে ওয়াইড দেন আম্পায়ার, তার পরে দিল্লির রিভিউ দেন আম্পায়ার। যদিও পন্থকে দেখে মনে হয়েছিল তিনি রিভিউ নেননি। রিভিউ হারিয়ে স্বাভাবিক ভাবেই অখুশি হন পন্থ।
আরও পড়ুন: সেলফি তুলতে চাওয়ার শাস্তি, ঘাড় ধরে মারতে গেলেন শাকিব, রইল ভিডিও
৫. মুম্বই-লখনউয়ের ম্যাচে আয়ুস বাদোনির রান আউট: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আয়ুস বাদোনির রান আউট নিয়ে বিতর্ক শুরু হয়। প্রথম চেষ্টায় যখন ঈশান আউট করতে যান পারেননি, তার পরে ক্রিজে পৌঁছে যান আয়ুস এবং ঈশান উইকেট ফেলে দেন। তখনও কেউ ভাবেননি যে ঈশান আউট হবেন, পরে আউট হন।