Bangladesh cricket Shakib Al Hasan: সেলফি তুলতে চাওয়ার শাস্তি, ঘাড় ধরে মারতে গেলেন শাকিব, রইল ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh cricket Shakib Al Hasan: বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক লেগেই থাকে। অতীতেও বহু বার ঝামেলায় জড়িয়েছেন, কখনও আম্পায়ারের সঙ্গে তর্ক হোক, তো কখনও খেলা চলাকালীন উইকেট ফেলে দিয়ে। তাতেও শাকিবের ঔদ্ধত্য কমেনি।
বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক লেগেই থাকে। অতীতেও বহু বার ঝামেলায় জড়িয়েছেন, কখনও আম্পায়ারের সঙ্গে তর্ক হোক, তো কখনও খেলা চলাকালীন উইকেট ফেলে দিয়ে। তাতেও শাকিবের ঔদ্ধত্য কমেনি।
আইপিএল শেষ হলেই বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন শাকিব আল হাসান। সেই আইপিএলের মাঝেই বিতর্কে জড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। কী করেছেন শাকিব?
Shakib… when a groundsman tried tontake a selfie with him 🤨 pic.twitter.com/BWbDX4LAsK
— Nibraz Ramzan (@nibraz88cricket) May 7, 2024
advertisement
advertisement
ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি সঙ্গে খেলা ছিল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের। ম্যাচ শুরুর আগে দুই দলের কোচ মহম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সেই সময় শাকিবের কাছে যান এক ভক্ত। শাকিবকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং শাকিবের সঙ্গে সেলফি তুলতে চান। তখনই ঘটে যায় ‘অপ্রীতিকর ঘটনা’। সেই ভক্তকে দেখে রেগে যান শাকিব আল হাসান। তাঁর ঘাড় ধরে মারতে যান শাকিব। তার পর ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। এই ঘটনা নেটিজেনদের নজর এড়াইনি। ভাইরাল হয়ে যায় শাকিবের সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
প্রসঙ্গত, শাকিবকে ছাড়াই জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ ৯ রানে হারিয়েছে জিম্বাবোয়েকে। ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 10:52 PM IST