Indian Railways interesting facts: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

Last Updated:

Indian Railways interesting facts: ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক। ট্রেনের কু… ঝিক ঝিক শব্দের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু এই হর্নেরই রকমফের রয়েছে। ভারতীয় রেলে ১১টি হর্ন রয়েছে, প্রতিটি হর্নের অর্থ আলাদা। জেনে নেওয়া যাক কোনটির অর্থ কী!

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক। ট্রেনের কু… ঝিক ঝিক শব্দের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু এই হর্নেরই রকমফের রয়েছে। ভারতীয় রেলে ১১টি হর্ন রয়েছে, প্রতিটি হর্নের অর্থ আলাদা। জেনে নেওয়া যাক কোনটির অর্থ কী!
১. এক বার ছোট হর্ন: ট্রেনের এক বার ছোট হর্ন দেওয়ার অর্থ মোটরম্যান ট্রেনটিকে পরিস্কার করার জন্য রেল-ইয়ার্ডে নিয়ে যাবেন।
২. দু’বার ছোট হর্ন: দু’বার ছোট হর্ন দেওয়ার অর্থ চালক গার্ডকে ট্রেন ছাড়ার জন্য অনুমতি চাইছেন।
advertisement
৩. তিন বার ছোট হর্ন: এই হর্নের ব্যবহার কম। তিন বার কম সময়ের জন্য হর্ন বাজালে বুঝতে হবে মোটরম্যান ইঞ্জিনের প্রতি নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং গার্ডকে ব্রেক কষে ট্রেন থামাতে হবে।
advertisement
৪. চার বার ছোট হর্ন: এই ধরনের হর্নের অর্থ ট্রেনে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছে, তাই ট্রেন আর যাবে না।
৫. এক বার লম্বা হর্নের পর ছোট হর্ন: এই হর্নের মাধ্যমে চালক মোটরম্যানকে ব্রেক পাইপ সিস্টেম সেট করতে বলেন।
advertisement
৬. দু’বার লম্বা হর্নের পরে দু’বার ছোট হর্ন: এই হর্নের অর্থ হল চালক গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে বলছে।
৭. এক বার টানা হর্ন: এক বার টানা হর্ন বাজালে যাত্রীদের বুঝতে হবে যে ট্রেনটি কয়েকটি স্টেশনে থামবে না।
advertisement
৮. থেমে থেমে দু’বার হর্ন: এই হর্নের অর্থ লাইন পারাপার যিনি করছেন তাকে জানানো যে ট্রেনটি না থেমে সোজা বেরিয়ে যাবে।
৯. দু’বার লম্বা এবং ছোট হর্ন: এই ধরনের হর্নের অর্থ, ট্রেনটি লাইন বদলাচ্ছে।
১০. দু’বার ছোট হর্নের পরে লম্বা হর্ন: এই ধরনের হর্নের দু’টি অর্থ, হয় গার্ড ব্রেক কষেছে বা কোনও যাত্রী চেন টেনেছেন।
advertisement
১১. ছ’বার ছোট হর্ন: এই হর্নটির অর্থ ট্রেনটি বিপদে আটকে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Railways interesting facts: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement