TRENDING:

Retirement: আর নয়! এখানেই শেষ! হঠাৎই অবসর ভারতীয় ক্রিকেটারের

Last Updated:

Indian Cricketer Parvez Rasool Announces Retirement: আরও এক ভারতীয় ক্রিকেটারের অবসর। এবার ক্রিকেটকে বিদায় জানালেন জম্মু-কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার পারভেজ রসুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরও এক ভারতীয় ক্রিকেটারের অবসর। এবার ক্রিকেটকে বিদায় জানালেন জম্মু-কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার পারভেজ রসুল। ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার তার ১৭ বছর দীর্ঘ ক্রীড়া জীবনে জম্মু-কাশ্মীর ক্রিকেটের জন্য দারুণ অবদান রেখেছেন। ২০১৪ সালে ভারতের হয়ে ওয়ানডে এবং ২০১৭ সালে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। পারভেজের এই সিদ্ধান্তের খবর তিনি বিসিসিআইকে জানিয়েছেন।
News18
News18
advertisement

পারভেজ রসূল জম্মু-কাশ্মীরের দক্ষিণ এলাকার বিজবেহরা থেকে উঠে আসা ক্রিকেটার, যিনি উপত্যকার তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত। তিনি শুধু আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুণে ওয়ারিয়র্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। আইপিএলে তার মোট ১১ ম্যাচে ১৭ রান ও ৪ উইকেট রয়েছে।

advertisement

রসুল প্রথম শ্রেণির ক্রিকেটে ৫,৬৪৮ রান এবং ৩৫২ উইকেট নিয়েছেন। তার ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার লালা অমরনাথ পুরস্কার পেয়েছেন, যা রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডারদের দেওয়া হয়। ২০১২-১৩ মরশুমে ৫৯৪ রান এবং ৩৩ উইকেট নিয়ে তিনি জাতীয় দলে এবং আইপিএলে জায়গা করে নেন।

আরও পড়ুনঃ IND vs AUS: এক সুযোগেই ইতি! দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল থেকে বাদ ২ তারকা! কারা থাকছে একাদশে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিথারীর খয়রা কালীর কৃপায় সেরেছিল মহামারি! দেবীর পুজোর অলৌকিক কাহিনি জানুন
আরও দেখুন

অবসর গ্রহণের পর পারভেজ রসুল জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ক্রিকেটের উন্নয়ন ও বৃদ্ধিতে তার অবদান রেখে যেতে পেরে তিনি গর্বিত। তার অবসর অনেকের জন্য ক্রিকেটের পথপ্রদর্শক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আগামী জীবনের জন্য রসুলকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন পারভেজ রসুল।

বাংলা খবর/ খবর/খেলা/
Retirement: আর নয়! এখানেই শেষ! হঠাৎই অবসর ভারতীয় ক্রিকেটারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল