পারভেজ রসূল জম্মু-কাশ্মীরের দক্ষিণ এলাকার বিজবেহরা থেকে উঠে আসা ক্রিকেটার, যিনি উপত্যকার তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত। তিনি শুধু আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুণে ওয়ারিয়র্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। আইপিএলে তার মোট ১১ ম্যাচে ১৭ রান ও ৪ উইকেট রয়েছে।
advertisement
রসুল প্রথম শ্রেণির ক্রিকেটে ৫,৬৪৮ রান এবং ৩৫২ উইকেট নিয়েছেন। তার ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার লালা অমরনাথ পুরস্কার পেয়েছেন, যা রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডারদের দেওয়া হয়। ২০১২-১৩ মরশুমে ৫৯৪ রান এবং ৩৩ উইকেট নিয়ে তিনি জাতীয় দলে এবং আইপিএলে জায়গা করে নেন।
আরও পড়ুনঃ IND vs AUS: এক সুযোগেই ইতি! দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল থেকে বাদ ২ তারকা! কারা থাকছে একাদশে?
অবসর গ্রহণের পর পারভেজ রসুল জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ক্রিকেটের উন্নয়ন ও বৃদ্ধিতে তার অবদান রেখে যেতে পেরে তিনি গর্বিত। তার অবসর অনেকের জন্য ক্রিকেটের পথপ্রদর্শক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আগামী জীবনের জন্য রসুলকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন পারভেজ রসুল।