IPL 2024 RR vs DC: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2024: প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় লেগ স্পিনার।
দিল্লি: প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় লেগ স্পিনার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একাদশ বোলার হিসাবে ৩৫০ উইকেট শিকারি চাহাল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করছিলেন তখন ঋষভ পন্থ। চাহালের বলে সুইপ মারতে গিয়ে ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ। তাঁর উইকেট নিয়ে প্রথম ভারতীয় হিসাবে ৩৫০ উইকেটের মালিক হয়ে গেলেন চাহাল। ৩০১টি টি২০ ম্যাচে ৩৫০টি উইকেট নিলেন চাহাল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় চাহালের পরে ৩১০টি উইকেট নিয়ে দুই নম্বরে আছেন পীযূষ চাওলা, ৩০৬টি উইকেট নিয়ে তিনে রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে ২৯৭টি উইকেট নিয়ে আছেন পেসার ভূবনেশ্বর কুমার।
advertisement
advertisement
তবে দিল্লির বিরুদ্ধে দিনটা ভাল গেল না চাহালের। চার ওভারে মাত্র ১টি উইকেট নিয়ে চাহাল খরচ করেছেন ৪৮ রান। শুধুমাত্র শেষ ওভারেই তিনি দিয়েছেন ৪১। চলতি আইপিএলে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন চাহাল, কিন্তু বিশ্বকাপে ভারতকে চিন্তায় রাখবে তাঁর ইকোনমি রেট। ২০২৪-এর আইপিএলে ওভার প্রতি ৯.৯০ রান দিয়েছেন যুযবেন্দ্র চাহাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 9:55 PM IST