ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল প্রতিভা বৈভব, যিনি তার বয়সের চেয়েও বেশি পরিণত ব্যাটিং প্রদর্শন করে থাকেন। বিহারের গণতান্ত্রিক উৎসবকে আরও সমৃদ্ধ করছেন। নির্বাচন কমিশন তাকে তরুণদের ভোট দিতে উদ্বুদ্ধ করার দায়িত্ব দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপ ১১ নভেম্বর। নির্বাচন কমিশন প্রায়ই জনপ্রিয় ব্যক্তিত্বদের মাধ্যমে জনগণকে ভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে, এবার সেই সুযোগ পেয়েছেন বৈভব সুর্যবংশী।
advertisement
নির্বাচন কমিশন ও প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বৈভব বিহারের মানুষদের ভোট দেওয়ার অধিকার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নমস্কার, আমি আপনাদের সবাইকে স্যালুট জানাই। যখনই আমি মাঠে নামি, আমার কাজ ভাল খেলা এবং আমার দলকে জেতানো। ঠিক তেমনই গণতন্ত্রে আপনার গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই সচেতন থাকুন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে, বিহার সরকার বেছে নেবে।”
আরও পড়ুন- এমন লজ্জার রেকর্ড! ভারতীয় দ্বিতীয় অধিবায়ক হিসেবে সেই তালিকায় নাম লেখালেন গিল
বৈভব সুর্যবংশীর পাশাপাশি ‘পঞ্চায়েত’ সিরিজের অভিনেতা চন্দন রায় এবং সাহারসার পঙ্কজ ঝাওকে SWEEP আইকন হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও, খেলোয়াড় সৌম্যা আনন্দ ও অয়ুশ ঠাকুর, হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাসসুম আলি এবং চিত্রশিল্পী অশোক কুমার বিশ্বাসকেও SWEEP আইকন হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সকল ব্যক্তিত্ব মিলিয়ে বিহারে ভোটার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।