জবাবে সৌদি আরব মাত্র ৪৯ রানে অল আউট হয়। তারা ম্যাচ হারে ২৬৯ রানে। সৌদি আরবের কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন মায়রা খান। অতিরিক্ত হিসেবে এসেছে ১১ রান।
আরও পড়ুন- এলোপাথাড়ি ফায়ারিং, শরীরে গেঁথে ছিল দুটো বুলেট, সেই মাঠেই ফিরলেন আম্পায়ার!
আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয়বারের মতো কোনো দল ৩০০ পেরিয়েছে। এর আগে ২০১৯ সালে মালির বিরুদ্ধে উগান্ডা ২ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলই ৩০০ রানের সীমা অতিক্রম করতে পারেনি এখনও। সর্বোচ্চ স্কোর ২৭৮। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান করেছিল।
advertisement
বাহরিনের জয়ে জ্বলে উঠলেন ৩৮ বছর বয়সী দীপিকা রাসাঙ্গিকা। ৬৬ বলে অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে এই প্রথম কোনো ব্যাটার ১৫০ প্লাস রান করলেন। এই ইনিংসে দীপিকা ৩১টি চার মেরেছেন। অর্থাৎ ১২৪ রান করেছেন শুধুমাত্র বাউন্ডারি থেকে।
দীপিকা ছাড়াও দলের অধিনায়িকা থারাঙ্গা গজানায়কেও ৫৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। থারাঙ্গা মারেন ১৭টি চার। বাহরিনের ইনিংসে মোট ৫০টি চার হয। অর্থাৎ 318 রানের মধ্যে 200 রান হয়েছে বাউন্ডারি থেকে। সৌদি আরবের মাইরা খান ৪ ওভারে ৬৮ রান দেন। ইমান এজাজের ৪ ওভারে এসেছে ৬৩ রান।
আরও পড়ুন- বিশ্বকাপে বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের মধ্যেই প্রথম ৬ উইকেট হারিয়ে ফেলে সৌদি আরব। ২০ ওভার খেলে তারা ৫০ রানও করতে পারেনি। দীপিকা ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ৪ ওভারে ৯ রানে সৌদি আরবের তিন ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান।