ক্রিকেট খেলতে খুবই ভালবাসতেন বসন্ত রাঠৌর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী ছিলেন। কাজ করতের গুজরাটের জিএসটি দফতরে। ক্রিকেট প্রেমি হওয়ায় সুযোগ পেলেই মাঠে নামতেন তিনি। কিন্তু পছন্দের খেলার মাঠই যে তাঁর মৃত্যুর কারণ হবে তা ভাবতেও পারেননি। আমদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন বসন্ত। বল করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা অনুভব করেন বসন্ত।
advertisement
আরও পড়ুন: Lionel Messi: তাঁর থেকেও সেরা কে, নিজেই জানালেন লিওনেল মেসি
সতীর্থদের অসুস্থতার কথা জানালে তারা তড়িঘড়ি পাশের ডেন্টাল কলেজে নিয়ে যান। কিন্তু বসন্তের অবস্থার আরও অবনতি হয়। শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। তারপর তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত কিছু করা যায়নি। হাসপাতালেই মারা যান বসন্ত। সতীর্থদের মতে বসন্ত খেলা শুরুর সময়ও পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ করেই অসুস্থ বোধ করেন। আর তারপর কিছু সময়ের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
