শনিবার কলকাতায় বিসিসিআই এপেক্স কাউন্সিলের বৈঠক চলাকালীন প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই টুর্নামেন্টটি পাঁচটি ভিন্ন জায়গায় খেলা হবে বলে আলোচনা হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অন্যান্য সম্ভাব্য ভেন্যু হিসেবে মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিকে বেছে নিয়েছে। বিশাখাপত্তনম ছাড়াও বাকি ম্যাচগুলি সেখানে খেলা হবে।
আরও পড়ুন- শাহরুখের গলায় হীরের নেকলেস! দাম কত? কিং খান হার পড়ছেন ‘বিশেষ কারণে’!
advertisement
মুম্বই এবং ভাদোদরা, সদ্যসমাপ্ত মহিলা প্রিমিয়ার লিগের আয়োজন করেছিল। এই দুটি ভেন্যু নিয়েও আলোচনা করা হয়েছিল। তবে ওই দুই জায়গায় সাধারণত অক্টোবরের শুরু পর্যন্ত বৃষ্টিপাত হয়, তাই এই দুটি ভেন্যুতে কোনও খেলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি সূত্র স্পোর্টস্টার-কে জানিয়েছে, বিসিসিআই এই পাঁচটি ভেন্যুতে সম্মত হয়েছে এবং এখন এটি আইসিসিতে পাঠানো হবে।
আইসিসি থেকে সিদ্ধান্ত এলে এই ভেনু নির্ধারণ করা হবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও আনুষ্ঠানিক সময়সূচী প্রকাশ করেনি, তবে ম্যাচগুলির ভেন্যু ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন- আইপিএলের শুরুতেই ছন্দে কোহলি, কেকেআরের বিরুদ্ধে গড়লেন ৫টি বিরাট রেকর্ড
পাকিস্তান এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও পিসিবি শর্ত দিয়েছিল, ভারতে কোনো টুর্নামেন্টে তারা দল পাঠাবে না। তারা হাইব্রিড মডেল ইভেন্টে অংশগ্রহণ করবে। পাকিস্তান যদি এই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে, তা হলে বিসিসিআইকে শ্রীলঙ্কাতেও এই টুর্নামেন্টের আয়োজন করতে হবে। তার মানে আবারও ভারত ও শ্রীলঙ্কায় খেলা হবে।