Virat Kohli: আইপিএলের শুরুতেই ছন্দে কোহলি, কেকেআরের বিরুদ্ধে গড়লেন ৫টি বিরাট রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Creates 5 Unique Records In KKR vs RCB Match In IPL 2025: কেকেআরেরে বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৩৬ বলের ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে শুধু দলকে জেতানো নয়, একের পর এক রেকর্ড নিজের নামে করেছেন বিরাট।
advertisement
advertisement
আইপিএলের যে কোনও একটি দলের বিরুদ্ধে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান করার ক্ষেত্রে বিরাট কোহলি চতুর্থ স্থানে উঠে এলেন। কেকেআরের বিরুদ্ধে বিরাটের মোট রান ১০৮১। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। পঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে ওয়ার্নারের ১১৩৪ ও ১০৯৩ রান রয়েছে। দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান। সিএসকের বিরুদ্ধে ১১০৫ রান করেছেন।
advertisement
advertisement
advertisement