TRENDING:

Paschim Bardhaman News: একদা জমিদার পরিবারের কী করুণ দশা! বিশাল অট্টালিকা কাঁটা আবাসের বাড়ির পথে

Last Updated:

Paschim Bardhaman News: এক সময় রায় পরিবারের বিশাল জমিদারি ছিল এলাকায়। প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: একটা সময় ছিল বিশাল জমিদারি। ছিল বৈভবে ভরপুর জীবন-যাপন। কিন্তু সময়ের নিয়মে সব অতীত। আজ আর নেই জমিদারি। জমিদারের উত্তরসূরীদের সংসার চলে দিনমজুরি করে। জমিদারির স্মৃতি যদিও হয়ে রয়ে গিয়েছে প্রায় ৫০০ বছরের পুরানো বিশাল বাড়িটি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয় না। উল্টে এই বিশাল বাড়ি এখন অভিশাপ হয়ে উঠেছে রায় পরিবারের কাছে। আসানসোলের কল্লা গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানে রয়েছে রায় পরিবারের জমিদার বাড়িটি।
advertisement

স্থানীয়রা বলেন, এক সময় রায় পরিবারের বিশাল জমিদারি ছিল এলাকায়। প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা। বিভিন্ন জায়গায় তারা জমি দান করেছেন। যার উপর স্কুল, সরকারি অফিস ইত্যাদি গড়ে উঠেছে। কিন্তু সেই রায় পরিবারের সদস্যদের এখন দৈনদশা।কোনওরকমে দিন গুজরান করছেন তারা। বসবাস করছেন ত্রিপলের নিচে ঝুপড়ি বাড়িতে। রায় পরিবারের বর্তমান কিছু সদস্য সেই পুরানো বাড়িটিতে বসবাস করেন। আর কিছু সদস্য এখন ঝুপড়ি তৈরি করেই বসবাস করছেন। অতি কষ্টে জীবন যাপন করছেন তাঁরা।

advertisement

বর্তমানে সেই পুরানো বাড়িটির করুন অবস্থা। ভগ্নপ্রায় বাড়িটি থেকে পলেস্তারা খসে পড়ে। ছাদ থেকে জল নেমে আসে বাড়ির ভিতরে। যে কোনও সময় হতে পারে বড়সড় বিপদ। তাই আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু বিশাল এই অট্টালিকার কারণেই বাড়ি পাননি কেউ। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকেও এই পরিবারটির জন্য বাড়ির আবেদন করা হয়েছিল। কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী যেহেতু তাদের দোতলা একটি বাড়ি রয়েছে, সে কারণে তাঁরা বাড়ি পাননি। কিন্তু স্থানীয়রা বলছেন, বাড়ি থাকলেও সেটি বসবাসের অযোগ্য।

advertisement

View More

একসময় বিশাল জমিদারি থাকলেও এখন তাদের দৈন্যদশা। তাই আবাস যোজনার বাড়ি তাঁরা পেলে ব্যাপক উপকৃত হবেন। এমনটাই বলছেন রায় পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। এক সময় বৈভব যাঁদের সঙ্গী ছিল, এখন অভাব তাঁদের সর্বক্ষণের সঙ্গী। অন্তত মাথার উপর স্থায়ী ছাদটুকুর ব্যবস্থা হলেও কিছুটা নিশ্চিন্ত হতে পারেন তাঁরা। কিন্তু সেই আশা কি পূর্ণ হবে? প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Bardhaman News: একদা জমিদার পরিবারের কী করুণ দশা! বিশাল অট্টালিকা কাঁটা আবাসের বাড়ির পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল