আরও পড়ুন: হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছ সংরক্ষণের উদ্যোগ বিডিওর
যুবরাজ জোড়হিড়া এসসি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। ছোটো থেকেই যুবরাজ ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। তার বাবা বামাপদ বাউরিও একজন ক্রীড়াপ্রেমী। তাই ছেলের প্রতিভা দেখে নিজের অভাব অনটনের মধ্যেও ক্রিকেট কোচিংয়ে ভর্তি করিয়েছেন বাঁকুড়ার একটি বেসরকারি ক্রিকেট অ্যাকাডেমিতে। যেখানে কোচিং করান ভারতীয় ক্রিকেটের স্পাইডারম্যান নামে খ্যাত ঋদ্ধিমান সাহা। তবে বাড়িতে যুবরাজকে সব সময় সাহায্য করে যান তার বাবা মা। বল হাতে ছেলেকে প্র্যাকটিস করান তার বাবা বামাপদ বাউরি। যুবরাজ একজন বোলিং অলরাউন্ডার।
advertisement
আরও পড়ুন: ভারতীয় উপকূল রক্ষায় হুঁশিয়ার কোস্টগার্ড
যুবরাজের বাবা বামাপদ বাউরি বলেন “ছেলে যদি ভাল জায়গায় সুযোগ পায়। বা যদি একটা স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে আমাদের বড়ই উপকার হয়। কারণ, বেশ কয়েকদিন আগে কলকাতা একটি সুযোগ এসেছিল সেখানে ৮ নম্বরে ব্যাট করতে নেমে একটি পঞ্চাশ রানের দুর্দান্ত পার্টনারশিপ দেয় যুবরাজ। ওখানে নির্বাচকরা জানিয়েছিল যুবরাজকে ফ্রিতে কোচিং দেবেন। কিন্তু আমাদের অর্থের অভাবে সেখানে থাকা সম্ভব হয়ে ওঠেনি।”
তার আইডল হলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। ঋদ্ধিমান সাহার কাছ থেকে কোচিং পেয়ে তিনি ঋদ্ধিমান সাহার বড়ই ভক্ত হয়ে গেছেন। পেয়েছেন প্রিয় ঋদ্ধিমান স্যারের সই। যুবরাজের বক্তব্যের মধ্যে বারবার ফুটে উঠল প্রিয় ঋদ্ধিমান স্যার তাকে কতটা সাহায্য করছেন। কতটা নিজের হাতে শিখিয়েছেন। যুবরাজের বাবা এও বলেন “যদি একটা সুযোগ পায়। তাহলে ছেলে নিজেকে প্রমাণিত করবে। এবং যদি কেউ আমাদের পাশে দাঁড়ায়, তাহলে খুব ভালো হয়।”





