advertisement

Champion College: খো খো খেলায় কামাল করল পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রীরা, জিতল ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমসে

Last Updated:
Champion College: মহিষাদলে ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে সেরা পাঁশকুড়া বনমালী কলেজ
1/5
ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপে খো খো প্রতিযোগিতায় জয়লাভ করল পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রীরা। ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল মহিষাদল গার্লস কলেজ। তিন দিনব্যাপী নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা চলে। (ছবি ও তথ্য: সৈকত শী)
ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপে খো খো প্রতিযোগিতায় জয়লাভ করল পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রীরা। ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল মহিষাদল গার্লস কলেজ। তিন দিনব্যাপী নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা চলে।
advertisement
2/5
ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপে পূর্ব মেদিনীপুর জেলার ২১ টি কলেজ অংশগ্রহণ করে। খেলাধূলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি মেয়েদের জন্য খো খো এবং ছেলেদের জন্য ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপে পূর্ব মেদিনীপুর জেলার ২১ টি কলেজ অংশগ্রহণ করে। খেলাধূলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি মেয়েদের জন্য খো খো এবং ছেলেদের জন্য ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়।
advertisement
3/5
তিন দিনের এই ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগের খেলায় সেরার শিরোপা অর্জন করল পাঁশকুড়া বনমালী কলেজের মেয়েরা। এই প্রতিযোগিতা আয়োজন হয়েছিল মহিষাদল গার্লস কলেজের মাঠে। (ছবি ও তথ্য: সৈকত শী)
তিন দিনের এই ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগের খেলায় সেরার শিরোপা অর্জন করল পাঁশকুড়া বনমালী কলেজের মেয়েরা। এই প্রতিযোগিতা আয়োজন হয়েছিল মহিষাদল গার্লস কলেজের মাঠে।
advertisement
4/5
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের এডুকেশন ডিরেক্টরেট -এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় পূর্ব মেদিনীপুর জেলার এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শোভাযাত্রা, সাঁওতালি নৃত্য, ক্যারাটে, মশাল প্রজ্জ্বলন, এনসিসি, এন এস এস ও খেলোয়াড়দের মার্চপাস্ট এবং জাতীয় সঙ্গীতে এই প্রতিযোগিতাতে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিষাদল গার্লস' কলেজের অধ্যক্ষা ড.অঞ্জলি মণ্ডল। উপস্থিত ছিলেন জয়েণ্ট ডি.পি.আই ড.আশীষ কুমার ঘোষ, দিনহাটা কলেজের অধ্যক্ষ ড. বাদশা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। (ছবি ও তথ্য: সৈকত শী)
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের এডুকেশন ডিরেক্টরেট -এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় পূর্ব মেদিনীপুর জেলার এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শোভাযাত্রা, সাঁওতালি নৃত্য, ক্যারাটে, মশাল প্রজ্জ্বলন, এনসিসি, এন এস এস ও খেলোয়াড়দের মার্চপাস্ট এবং জাতীয় সঙ্গীতে এই প্রতিযোগিতাতে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিষাদল গার্লস' কলেজের অধ্যক্ষা ড.অঞ্জলি মণ্ডল। উপস্থিত ছিলেন জয়েণ্ট ডি.পি.আই ড.আশীষ কুমার ঘোষ, দিনহাটা কলেজের অধ্যক্ষ ড. বাদশা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা
advertisement
5/5
অন্যদিকে দলগত বিভাগে পুরুষদের জন্য ফুটবল খেলায় ফাইনালে ফাইনালে মুখোমুখি হয় পাঁশকুড়া বনমালী কলেজ ও তমলুক কলেজ। মেয়েদের মতই পুরুষ দলগত বিভাগের খেলাতেও জয় লাভ করে পাঁশকুড়া বনমালী কলেজ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন,
অন্যদিকে দলগত বিভাগে পুরুষদের জন্য ফুটবল খেলায় ফাইনালে ফাইনালে মুখোমুখি হয় পাঁশকুড়া বনমালী কলেজ ও তমলুক কলেজ। মেয়েদের মতই পুরুষ দলগত বিভাগের খেলাতেও জয় লাভকরে পাঁশকুড়া বনমালী কলেজ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, "দলগত বিভাগে আমাদের কলেজের পুরুষ ও মহিলা টিম জয় লাভ করেছে। আমরা সবাই খুশি।" তিন দিনের এই ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়েছিল মহিষাদল গার্লস কলেজের তত্ত্বাবধানে।
advertisement
advertisement
advertisement