Champion College: খো খো খেলায় কামাল করল পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রীরা, জিতল ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমসে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Champion College: মহিষাদলে ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে সেরা পাঁশকুড়া বনমালী কলেজ
advertisement
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের এডুকেশন ডিরেক্টরেট -এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় পূর্ব মেদিনীপুর জেলার এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শোভাযাত্রা, সাঁওতালি নৃত্য, ক্যারাটে, মশাল প্রজ্জ্বলন, এনসিসি, এন এস এস ও খেলোয়াড়দের মার্চপাস্ট এবং জাতীয় সঙ্গীতে এই প্রতিযোগিতাতে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিষাদল গার্লস' কলেজের অধ্যক্ষা ড.অঞ্জলি মণ্ডল। উপস্থিত ছিলেন জয়েণ্ট ডি.পি.আই ড.আশীষ কুমার ঘোষ, দিনহাটা কলেজের অধ্যক্ষ ড. বাদশা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা
advertisement
অন্যদিকে দলগত বিভাগে পুরুষদের জন্য ফুটবল খেলায় ফাইনালে ফাইনালে মুখোমুখি হয় পাঁশকুড়া বনমালী কলেজ ও তমলুক কলেজ। মেয়েদের মতই পুরুষ দলগত বিভাগের খেলাতেও জয় লাভকরে পাঁশকুড়া বনমালী কলেজ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, "দলগত বিভাগে আমাদের কলেজের পুরুষ ও মহিলা টিম জয় লাভ করেছে। আমরা সবাই খুশি।" তিন দিনের এই ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যাণ্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়েছিল মহিষাদল গার্লস কলেজের তত্ত্বাবধানে।









