এই বিষয়ে চিল উদ্ধার করা দুই যুবক অর্ঘ্য ও অঞ্জন বলেন, “তারা পিয়ারা বাগান মাঠে বসে ছিল। সেখানে মাঝে মধ্যে পুকুর পারে চিল এসে বসে ইঁদুর খাওয়ার জন্য। আজ একটি চিলকে কুকুর আহত করে। ডানায় আঘাত লেগে আহত হয়ে ওড়ার ক্ষমতা ছিল না। আমরা তুলে নিয়ে পশু হাসপাতালে আসি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে। বন দফতরের সঙ্গে কথা বলে পুরোপুরি সুস্থ হলে আবার উড়িয়ে ছেড়ে দেব।”
advertisement
আরও পড়ুন: চিনা মাঞ্জার দাপট শেষ বাংলায়! ঘুড়ি ওড়াতে ফের ২০ বছর আগে ফিরে যাচ্ছেন অনেকেই
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিকিৎসক মিত্র বলেন, “যখন হাসপাতালে নিয়ে আসে খুবই খারাপ অবস্থা ছিল চিলটির। দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওরাল ড্রপ দেওয়া হয়। কিছুক্ষণ পর সুস্থ হতে শুরু করে। উড়ে গিয়ে পাশের একটি ঘরে বসে। আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে। দু তিন দিন পর আরও সুস্থ হয়ে যাবে। বছর পাঁচেক বয়স হবে চিলটির। কয়েক দিন পর আরও সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”
রাকেশ মাইতি





