স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম দেবানন্দ প্রসাদ। বাড়ি হুগলি শ্রীরামপুরে। বছর ২৪-এর ওই যুবকের তারকেশ্বরের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কোনও কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। মানসিকভাবে ভেঙে পড়েন দেবানন্দ। শুক্রবার বিকালে প্রেমিকার সঙ্গে দেখা করতে তারকেশ্বর এসেছিলেন তিনি। কিন্তু সেই মহিলা দেখা করতে না চাইলে উদভ্রান্ত হয়ে পড়েন দেবানন্দ।
advertisement
আরও পড়ুনঃ পলাশ-শিমূলে লাল পুরুলিয়ায় দোল কাটাবেন? আবহাওয়া বাধ সাধবে না তো? জানুন পূর্বাভাস
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, তারকেশ্বর বাসস্ট্যান্ডে এসে ওই ব্যক্তি বিভিন্ন বাসে উঠে ঘোরাঘুরি করতে থাকেন। বিনা কারণে বিভিন্ন বাসে উঠে হর্ন বাজাচ্ছিলেন। বাস মালিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, হর্ন ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে এসেছিলেন। তারপর হঠাৎই বাসস্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে নিজের পকেট থেকে ধারালো ছুরি বার করে নিজের গলায় চালিয়ে দেয়। এইরকম ঘটনা তারকেশ্বরের মানুষ আগে কখনও দেখেননি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যে জায়গায় ওই ব্যক্তি নিজের গলায় ছুরি চালিয়েছিল, সেই জায়গার মাটি রক্তের লাল হয়ে যায়, সেখানেই দেখা যায় আঙুল দিয়ে তিনি 'আই লাভ ইউ' লিখছেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা সেরে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারণেই ওই যুবক আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন।
রাহী হালদার