ঘটনাটি ঘটেছে পাঁচলার গঙ্গাধরপুর পানিহিজলি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে , মৃত ওই যুবকের বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগোড় গ্রামে। বাড়ি থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরত্বে এই পুকুরে এদিন কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিল সুদীপ্ত। ফাঁকা জলাভূমির মাঝে বিশাল আকারের পুকুরটি গত কয়েক বছর আগে খনন করা হয়েছিল। প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীর ওই পুকুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল ওই যুবক। কিন্তু সে সাঁতার জানত না। তাই হঠাৎ তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
এলাকার মানুষের থেকে খবর পেয়ে দুপুর ১ টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। এরপর ওই গভীর পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ৫-৬ ঘণ্টা পর উদ্ধার হয় সুদীপ্তর দেহ। দেহ উদ্ধার করে নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য দেহটি উলুবেড়িয়ায় পাঠানো হয়। এই ঘটনায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবারের সদস্যরা।
রাকেশ মাইতি