TRENDING:

দিঘার সমুদ্রে সাংঘাতিক ঘটনা... উদয়পুরে তলিয়ে যুবকের দেহ উদ্ধার ওড়িশার বালাসোরে, তোলপাড়!

Last Updated:

যুবকের মৃতদেহ চার দিন বাদে উদ্ধার হল ওড়িশা বালাসোর থেকে। নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: দিঘার উদয়পুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। যুবকের মৃতদেহ চার দিন বাদে উদ্ধার হল ওড়িশা বালাসোর থেকে। নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
যুবকের ছবি
যুবকের ছবি
advertisement

নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাবলা উত্তর পাড়ার বাসিন্দা ওই যুবক দুই ভাই এবং পাড়ার তিন বন্ধুকে নিয়ে গত বৃহস্পতিবার শান্তিপুর বাইপাস মোড় থেকে বাসে করে দিঘার উদ্দেশে রওনা দেন। সেখানেই বিশ্বজিৎ জলে তলিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। রবিবার সকালে বিশ্বজিতের ভাই সঞ্জিত পরিবারকে জানায় তার দাদা জলে তলিয়ে গিয়েছে। পরিবারের সকলে ছুটে যান দিঘায়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে। তবে পরিবার জানায় দিঘার উদয়পুর বিচে তারা স্নান করতে নেমেছিল। গতকাল রাত নটা নাগাদ পরিবারের লোক খবর পায় বিশ্বজিতের দেহ ওড়িশা বালাসোর  ভেসে উঠেছে। পরিবারের লোক দ্রুত গিয়ে মৃতদেহ সনাক্ত করে।

advertisement

আরও পড়ুন: আজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ! আজ কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেদিকেই নজর

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

বুধবার রাতে মৃত বিশ্বজিতের দেহ বাড়ির উদ্দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তবে আদতে সুস্থ সবল বিশ্বজিৎ কীভাবে জলে তলিয়ে গেল তা নিয়েই চিন্তিত পরিবার। এর আগেও একাধিকবার দিঘায় ঘুরতে গেছে তারা। তবে এবারে এই পরিণতি হবে তা ভেবেই ভেঙে পড়েছে পরিবারের মানুষেরা। যদিও দীর্ঘ চার দিন পর পরিবারের ছেলের নিথর দেহ দেহ আসার অপেক্ষায় পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয় উদয়পুরে স্নান করছিল ছেলে আর মৃতদেহ উদ্ধার হল ওড়িশা বালাসোরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার সমুদ্রে সাংঘাতিক ঘটনা... উদয়পুরে তলিয়ে যুবকের দেহ উদ্ধার ওড়িশার বালাসোরে, তোলপাড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল