TRENDING:

সমস্যা আপনার, সমাধান করবে পুলিশ! কী ভাবে জানেন? দারুণ এই সুবিধা পাচ্ছেন হাতের মুঠোয়

Last Updated:

জঙ্গিপুর জেলা পুলিশ সাধারণ মানুষের মামলা সংক্রান্ত সমস্যার সমাধানে বিশেষ আলোচনা সভা আয়োজন করেছে। পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, এই উদ্যোগ ৮ জুলাই থেকে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে চলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর: এবারে আপনার সমস্যার সমাধান করবে পুলিশ, এই লক্ষ্যকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিল জঙ্গিপুর জেলা পুলিশ।  রঘুনাথগঞ্জ থানায় অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা। এই সভার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মামলা সংক্রান্ত সমস্যাগুলি সরাসরি শোনা এবং সেই সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের পথ খোঁজা।
advertisement

জঙ্গিপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ উপস্থিত হন এবং নিজেদের অভিজ্ঞতা, অসুবিধা ও অভিযোগ তুলে ধরেন। জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের কথা মনোযোগ সহকারে শোনেন ও প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।

পদত্যাগেও এলাহি জীবন! জগদীপ ধনখড়ের নতুন ঠিকানাই এখন বড় চমক! বাংলো যাপন কতদিন, কী সুবিধা পাবেন ধনখড়? অবিশ্বাস্য!

advertisement

বর্ষায় ঘরে ঢুকে পড়ছে সাপ? এই ৪ ঘরোয়া জিনিসেই মোক্ষম কাজ দেবে, লেজ তুলে পালাবে সাপ! বলছেন সাপ বিশেষজ্ঞ!

জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, “এই ধরনের জনসংযোগমূলক আলোচনা সভা জেলায় বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই কর্মসূচি শুরু করেছি ৮ জুলাই থেকে এবং আগামী দিনেও আরও সক্রিয়ভাবে এই উদ্যোগ চালিয়ে যেতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির ঘোষণা করেছেন। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা সভা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

advertisement

থানার সভাকক্ষে এলাকার বিভিন্ন স্তরের পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের মামলা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। যার মধ্যে ছিল দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় তথ্যের অপ্রাপ্যতা, এবং আইনগত জটিলতা। পুলিশ কর্মকর্তারা প্রতিটি সমস্যার গুরুত্ব অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই উদ্যোগের মাধ্যমে পুলিশের সঙ্গে জনসাধারণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের ভরসা অর্জনের এই প্রয়াস এক নতুন দিশা দেখাচ্ছে প্রশাসনিক স্তরে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথে জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি মানুষের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটিও তুলে ধরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তন্ময় মন্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমস্যা আপনার, সমাধান করবে পুলিশ! কী ভাবে জানেন? দারুণ এই সুবিধা পাচ্ছেন হাতের মুঠোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল