ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!
শব্দ শুনে বেরিয়ে এসে স্থানীয়রা দেখতে পান একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ওই বাড়ির নিচেই চাপা পড়ে ছিলেন ইব্রানা ও তাঁর ভাই। স্থানীয়দের তৎপরতায় ও পরে দমকল ও পুলিশ বাহিনীর সহযোগিতায় আহত ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রানার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে জানান, ঘটনাস্থলে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি পুরনো বেআইনি নির্মাণ ছিল।
advertisement
কারা ‘যোগ্য’? তালিকা খুব শীঘ্রই আসছে জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে! তার পর?
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!
পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই এমন বেআইনি ও বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজন হলে সেগুলি ভেঙে ফেলার ব্যবস্থাও নেওয়া হবে। তবে ঠিক কী কারণে বিকট শব্দের সৃষ্টি হল এবং বাড়ি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
Rudra Narayan Roy