TRENDING:

Man Chained in Kulpi: সরস্বতী পুজোর রাতে ঘুমের মধ্যে চিৎকার, কুলপির যুবকের জীবন কীভাবে বদলে গেল?

Last Updated:

অসুস্থ যুবকের মা রুমা দোলুই জানান, ছোট থেকে লেখাপড়ায় ভালো ছিলেন কৃষ্ণেন্দু (Young Man Chained in Kulpi)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলপি: শিকল বাঁধা অবস্থায় এক বছর ধরে জীবন কাটছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) কুলপি ব্লকের বড় জামতলার বছর ২৬ এর যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের। ৬ বছর আগে হঠাৎই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কৃষ্ণেন্দু (Man Chained in Kulpi)। তার পর থেকে দিনমজুর পরিবার তাঁর চিকিৎসা করাতে গিয়ে জমি দোকান বেচে আজ সর্বস্বান্ত৷ ফলে বন্ধ চিকিৎসা। তাই শিকলাবাঁধা অবস্থায় দিন কাটছে যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের।
এ ভাবেই শিকলে বন্দি হয়ে দিন কাটছে কৃষ্ণেন্দু দোলুইয়ের৷ Photo-Anisuddin Mollah
এ ভাবেই শিকলে বন্দি হয়ে দিন কাটছে কৃষ্ণেন্দু দোলুইয়ের৷ Photo-Anisuddin Mollah
advertisement

অসুস্থ যুবকের মা রুমা দোলুই জানান, ছেলে কৃষ্ণেন্দু ছাড়াও দুই মেয়ে রয়েছে তাঁদের। ছোট থেকে লেখাপড়ায় ভালো ছিলেন কৃষ্ণেন্দু৷ তবে ক্লাস এইটে পাস করার পর দিনমজুর পরিবারে অভাবের সংসারের হাল ধরতে স্কুল ছেড়ে নলকূপ বসানোর কাজে যায় সে। এর পরেই ২০১৪ সালের সরস্বতী পুজোর রাতে হঠাৎই ঘুমন্ত অবস্থায় চিৎকার শুরু করে কৃষ্ণেন্দু।

advertisement

তার পর থেকে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে জানায় পরিবারের লোকজন । পরে বাবা মা নিজেদের একমাত্র ছেলের চিকিৎসার জন্য একাধিক চিকিৎসক ও হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয় জমি ও দোকান। কিন্তু বহু চেষ্টা করেও স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি কৃষ্ণেন্দুকে।

আরও পড়ুন: জলাভূমিতে ভেসে উঠল দেহ, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের খুনের অভিযোগ

advertisement

এর মধ্যে মাঝে চার মাস বাড়ি থেকে নিখোঁজ হয়ে আবার ফিরে আসেন কৃষ্ণেন্দু। অন্যদিকে ছেলে যাতে আগের মতো সুস্থ স্বাভাবিক হয় তাই তাকে বিয়েও দিয়েছিলো বাবা মা। বিয়ের পর কৃষ্ণেন্দুর আচরণে অস্বাভাবিকতা দেখেই ২ মাস পর চলে যান স্ত্রী।

আরও পড়ুন: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ

advertisement

কৃষ্ণেন্দুর চিকিৎসা করাতে সর্বস্বান্ত পরিবার তাই অগত্যা ছেলেকে ১ বছর ধরে হাতে পায়ে শিকল বেঁধে রেখেছে পরিবার। শিকল বাঁধা অবস্থায় এখন দিন রাত কাটছে কৃষ্ণেন্দুর।

প্রতিবেশীরা জানিয়েছেন, সেভাবে কোনও কিছু করেনা কৃষ্ণেন্দু৷ তবে শিকল খোলা থাকলে মাঝে মধ্যে হঠাৎই তার বাবা দীনেশ দোলুইয়ের উপরে আক্রমণ করেন তিনি। এর আগে দু' একবার বাবার উপর আক্রমণও করেছিলেন তিনি। কৃষ্ণেন্দুর বাবা মা আর পরিবারের সদস্যরা চান, যেভাবেই হোক অন্তত চোখের সামনে থাকুক বাড়ির ছেলে৷ তাই এক বছর ধরে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটছে কুলপি জামতলার ছাব্বিশ বছরের যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের। পরিবারের আশা, যদি কোনওভাবে তাঁদের ছেলের চিকিৎসা হয় তাহলে হয়তো একদিন বাঁধনমুক্ত হবে কৃষ্ণেন্দু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Anisuddin Mollah

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Man Chained in Kulpi: সরস্বতী পুজোর রাতে ঘুমের মধ্যে চিৎকার, কুলপির যুবকের জীবন কীভাবে বদলে গেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল