TRENDING:

নেশার নাম করে ডেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! যুবকের গলা কেটে রক্তারক্তি কাণ্ড, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়

Last Updated:

Nadia News: কলাবাগানে নেশা করানোর নাম করে এক যুবককে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, রঞ্জিত সরকারঃ নেশার নাম করে ডেকে এনে যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জখম যুবক। নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
advertisement

জানা যাচ্ছে, কলাবাগানে নেশা করানোর নাম করে এক যুবককে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিপুর বড় জিয়াকুড়-আড়পাড়া এলাকার কাছে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ নবদ্বীপের রাস উৎসব নিয়ে নতুন ভাবনা, শোভাযাত্রায় থাকবে QR কোড! কিন্তু কেন?

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোবিন্দপুর এলাকার একটি হোটেলের বেঞ্চে রক্তাক্ত, জখম অবস্থায় এক যুবককে বসিয়ে রেখে যান দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম আকাশ মুণ্ডা।

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছেন, নেশা জাতীয় সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে স্থানীয় এক কলাবাগানে ডেকে নিয়ে যান দুই অপরিচিত যুবক। সেখানেই তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে আকাশকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেশার নাম করে ডেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! যুবকের গলা কেটে রক্তারক্তি কাণ্ড, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল