নবদ্বীপের রাস উৎসব নিয়ে নতুন ভাবনা, শোভাযাত্রায় থাকবে QR কোড! কিন্তু কেন?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
এ বছরের শোভাযাত্রায় অনুমতি প্রাপ্ত সকল প্রতিমাকে দেওয়া হবে একটি করে কিউ আর কোড (QR CODE) যাতে বোঝা যাবে কোন প্রতিমার রুট কোনটি।
নবদ্বীপ: নবদ্বীপের রাস উৎসব নিয়ে প্রশাসনের নতুন ভাবনা। শোভাযাত্রায় প্রতিমায় থাকবে QR কোড। আগামী নভেম্বর মাসের ৫ তারিখ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হতে চলছে রাস উৎসব। এই উৎসবকে সর্বাঙ্গীন সুষ্ঠ ও সুন্দর করে তুলতে বদ্ধপরিকর নবদ্বীপ থানা-সহ জেলা পুলিশ প্রশাসন। আর আগামী রাস উৎসব ২০২৫ উপলক্ষে নবদ্বীপ থানা ও কৃষ্ণনগর পুলিশ জেলার ডাকে শহরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা হয় এক সমন্বয় সভা। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক, পৌরপিতা, সহ বিভিন্ন দফতরের আধিকারিক নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক।
সেখানেই জেলা পুলিশের আধিকারিক জানান, এ বছর রাস উৎসবের পুজো হবে ৫ নভেম্বর।শোভাযাত্রা হবে ৬ নভেম্বর। এই শোভাযাত্রায় কেবল শোভাযাত্রার অনুমতি প্রাপ্ত পুজো কমিটিকেই অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি এও বলা হয় এ বছরের শোভাযাত্রায় অনুমতি প্রাপ্ত সকল বারোয়ারীকে দেওয়া হবে একটি করে কিউ আর কোড (QR CODE) যাতে বোঝা যাবে কোন প্রতিমার রুট কোনটি, এছাড়াও প্রতি ১০০ মিটার অন্তর একটি করে পুলিশ সহায়তা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে সেখানেও থাকবে নানা সুবিধা। পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে পাঁচজন করে স্বেচ্ছাসেবক দেওয়ার কথাও জানানো হয়ে যারা ওই দিন পুলিশ প্রশাসনের দেওয়া বৈধ পরিচয়পত্র ও পোশাক পরে প্রশাসনের কাজে সহায়তা করবে।
advertisement
advertisement
পুজোর অনুমতির জন্য নবদ্বীপ পৌরসভায় সিঙ্গেল উইন্ডোর ব্যবস্থা থাকবে। মোটের উপর এবছরে রাস উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে প্রশাসন-সহ সকলেই বদ্ধপরিকর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 4:19 PM IST