TRENDING:

Chinese Manja: বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের 'ভিলেন' সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক

Last Updated:

Chinese Manja: স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, সুমন সাহাঃ চারিদিকে পুজো পুজো রব। সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো। এখন দীপাবলির অপেক্ষা। এদিকে বিশ্বকর্মা পুজো থেকেই ঘুড়ি উড়ানোর চল শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে শহরতলি হয়ে জেলা, সর্বত্র একই ছবি। এই ঘুড়ির সুতোই আবার প্রত্যেক বছর ডেকে আনে বিপদ। কলকাতার পর এবার জেলায় চিনা মাঞ্জায় আহত হলেন এক যুবক।
চিনা মাঞ্জা | প্রতীকী ছবি
চিনা মাঞ্জা | প্রতীকী ছবি
advertisement

ক্যানিং গার্লস স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন কাজ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন দেবাশিস সর্দার নামে ওই ব্যক্তি। তখনই দু’টো বাড়ির মাঝে ঝুলে থাকা ওই সুতো তাঁর গলায় লাগে। আহত হন তিনি।

আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! জেলার বন্যা দুর্গত এলাকায় বই পাঠাতে শুরু করল সরকার, কীভাবে পাওয়া যাবে জেনে নিন

advertisement

দেবাশিসবাবু বলেন, মাঞ্জার ধারে গলায় আঘাত লাগে। বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি। আশেপাশের লোকজন এসে জল দেন। পরে হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের জাগ্রত লোবা মায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি! পুজোর সঙ্গে জড়িয়ে ৩০০ বছরের প্রাচীন ইতিহাস
আরও দেখুন

এর আগে কখনও ক্যানিং শহরে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা জোর গলায় কেউ বলতে পারছেন না। তবে কলকাতার বুকে এই ধরণের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। যে কারণে মহানগরীর বেশ কিছু উড়ালপুলের দুই ধারে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এদিনের এই ঘটনা নিয়ে থানায় কোনও অভিযোগ হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinese Manja: বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের 'ভিলেন' সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল