ক্যানিং গার্লস স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন কাজ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন দেবাশিস সর্দার নামে ওই ব্যক্তি। তখনই দু’টো বাড়ির মাঝে ঝুলে থাকা ওই সুতো তাঁর গলায় লাগে। আহত হন তিনি।
advertisement
দেবাশিসবাবু বলেন, মাঞ্জার ধারে গলায় আঘাত লাগে। বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি। আশেপাশের লোকজন এসে জল দেন। পরে হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে কখনও ক্যানিং শহরে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা জোর গলায় কেউ বলতে পারছেন না। তবে কলকাতার বুকে এই ধরণের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। যে কারণে মহানগরীর বেশ কিছু উড়ালপুলের দুই ধারে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এদিনের এই ঘটনা নিয়ে থানায় কোনও অভিযোগ হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।