জানা যাচ্ছে, মৃত যুবকের নাম মোহাম্মদ সেলিমউদ্দিন। বয়স আনুমানিক ৩১ বছর। বাড়ি মেমারির ইছাপুর দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে শংকরপুর পেট্রোল পাম্পের সামনে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় বাইক নিয়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। এরপর তারাই মেমারি থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। জখম যুবককে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যুবককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, এদিন সেলিমউদ্দিন মেমারির বাড়ি থেকে নিজের শ্বশুরবাড়ি মুন্সীডাঙ্গা যাচ্ছিলেন। শ্বশুরবাড়িতে কোন একটি অনুষ্ঠানে যোগ দিতেই আসছিলেন তিনি। কিন্তু মাঝ পথেই সব শেষ হয়ে গেল। অকালে মৃত্যু ঘনিয়ে এল অল্পবয়সী যুবকের।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
