Tarapith: তারাপীঠে এসে দ্বারকা নদীতে স্নান করতে পারছেন না ভক্তরা! অভিযোগ জমতেই হোটেল ও লজ মালিকদের কড়া হুঁশিয়ারি বিধায়কের

Last Updated:

Tarapith: পুণ্যার্থীদের বিশ্বাস, তারাপীঠে এসে দ্বারকা নদীর জল মাথায় নিয়ে মা তারার মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু সেই জলে নামাই এখন দুষ্কর। দ্বারকার দূষণ ঠেকাতে প্রশাসনের হুঁশিয়ারি।

দিন দিন দূষিত হচ্ছে তারাপীঠের দ্বারকা নদী
দিন দিন দূষিত হচ্ছে তারাপীঠের দ্বারকা নদী
রামপুরহাট, বীরভূম, সৌভিক রায়: বীরভূমের মধ্যে অবস্থিত তারাপীঠের দ্বারকা নদী। তারাপীঠ মন্দিরে আগত পর্যটকদের বিশ্বাস এই দ্বারকা নদীর জল মাথায় নিয়ে মা তারার মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। তবে দীর্ঘদিন থেকে দ্বারকা নদীর অবস্থা বেহাল। দ্বারকা নদীর দুই ধারে থাকা হোটেল ও লজগুলি থেকে দিনের পর দিন নোংরা জল নদীতে মিশছে। একাংশের বিরুদ্ধে ওই নদীতে দূষণ ঘটানোর অভিযোগ দীর্ঘদিনের। এ বার দূষণ ঠেকাতে লজ মালিকদের সতর্ক করল প্রশাসন।
নদীর দুই পাড়ে থাকা হোটেল ও লজ মালিকদের সতর্ক করেছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। অভিযোগ, ওই সমস্ত লজ তাদের ব্যবহার করা জল দ্বারকা নদীতে ফেলছে। এর পাশাপাশি আশেপাশের লজে থেকেও নোংরা আবর্জনা রাতের অন্ধকারে নদীতে ফেলা হচ্ছে। এই নিয়ে একাধিকবার প্রশাসনের তরফ থেকে লজ মালিকদের সতর্ক করলেও কোনও সুরাহা মেলেনি।
advertisement
আরও পড়ুনঃ রায়পুরের কাছে হুগলি নদীতে ভয়াবহ ভাঙন! সাংসদ অভিষেকের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি শুরু, নিশ্চিন্ত স্থানীয়রা
তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ অফিসে প্রশাসনের সঙ্গে বৈঠক হয় লজ মালিক সমিতির সদস্যদের। বৈঠকে ছিলেন রামপুরহাট মহকুমাশাসক অশ্বিন বি রাঠৌর, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা এলাকারা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা।
advertisement
advertisement
দ্বারকা নদী
দ্বারকা নদী
আরও পড়ুনঃ কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ে জনসমুদ্র! রাতভর চলল চোখ ধাঁধানো শোভাযাত্রা, বাড়ি বসেই উপভোগ করার সুযোগ, রইল ভিডিও
আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, “তারাপীঠে দ্বারকা নদীর দূষণ রোধে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। হোটেল বা লজের ব্যবহার করা জল যাতে দ্বারকা নদে না পড়ে, তার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে তারাপীঠে জন পরিশোধন প্রকল্প করেছে।” তিনি আরও জানান, ওই প্লান্টে তারাপীঠের সমস্ত লজ-হোটেল-রেস্তরাঁর ব্যবহার করা জল পরিশ্রুত করা হবে। তবে, এই বিষয়ে সমস্ত লজ মালিকদের সচেতন করা হলেও বেশ কয়েকটি লজ সেই সতর্কতার তোয়াক্কা করে না বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই সমস্ত হোটেল মালিকদের সরকারি নির্দেশ মেনে সাত দিনের মধ্যে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে সহযোগিতা করার এবং দ্বারকা নদীতে নিজেদের ব্যবহার করা জল না ফেলার বিষয়ে বৈঠকে সতর্ক করে দিয়েছেন রামপুরহাট মহকুমা শাসক। সাত দিনের মধ্যে লজ মালিকেরা উপযুক্ত ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: তারাপীঠে এসে দ্বারকা নদীতে স্নান করতে পারছেন না ভক্তরা! অভিযোগ জমতেই হোটেল ও লজ মালিকদের কড়া হুঁশিয়ারি বিধায়কের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement