আরও পড়ুন: মারণ রোগের ওষুধ পাচার হচ্ছিল বাংলাদেশে! সীমান্তে কী ঘটালো বিএসএফ
মৃত যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে স্বপন ওঁরাও-এর কীটনাশক খাওয়ার বিষয়টি সকলের নজরে আসে। খবর পেয়েই তাঁকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল চারটের পর মারা যায় ওই যুবক। এই ঘটনায় শোকে ভেঙে পড়েন যুবকের পরিজনরা।
advertisement
মানসিক অসুস্থতা থাকলেও ওই যুবক কেন আত্মঘাতী হলেন সে বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা পুরোপুরি অন্ধকারে। তাঁরা বুঝে উঠতে পারছেন না কোথা থেকে কী হয়ে গেল। এদিকে নিয়মমাফিক খবর পেয়ে হাসপাতালে গিয়ে হাজির হয় পুলিশ। তারা ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে স্বপন ওঁরাওয়ের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সুস্মিতা গোস্বামী