পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই যুবতীকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। ১৭ মে যুবতীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। ভিন রাজ্য থেকে বিশেষ দল গিয়ে উদ্ধার করে যুবতীকে, অভিযুক্তকেও গ্রেফতার করে নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ আজ ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব, কোন কোন জেলা তোলপাড় হবে? জানুন সর্বশেষ পূর্বাভাস
advertisement
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
নির্যাতিতা যুবতী জানিয়েছেন, সে পেশায় নৃত্যশিল্পী। আর্থিক সচ্ছলতা না থাকায় ইভেন্টের কাজে মাসিক চুক্তির ভিত্তিতে তাকে নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে। উপার্জনের জন্য ভিন রাজ্যে গেলেও তাকে আটকে রাখার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এমনকি মারধর করার অভিযোগ তোলেন ওই যুবকের বিরুদ্ধে।
যুবতী জানিয়েছেন, ঘরে আটকে রেখে অত্যাচারের পাশাপাশি জোর করে তাঁকে নেশা করানো হত। কোনওরকমে প্রাণ বাঁচাতে বাড়িতে খবর দেন। এরপরই অশোকনগর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে। এ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতনতার কথাও বলেছেন যুবতী।
Rudra Narayan Roy