TRENDING:

Birbhum News: আর ছুটতে হবে না রাজস্থান, এবার বীরভূম গেলেই দেখা মিলবে উটের! কারণটা কী? উপচে পড়ছে মানুষের ভিড়

Last Updated:

Birbhum News: আর যেতে হবে না রাজস্থান এবার বীরভূম এলেই দেখা মিলবে উটের? বীরভূমের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আহমদপুর যাওয়ার রাস্তায় এই উটটিকে দেখতে পায় সকলে। আর এই উট দেখতে ভিড় জমায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ঠিক যেমন শীতের দাপটে কেঁপেছিল বীরভূম। এবার ঠিক তেমনি গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল হয়ে উঠবে বীরভূমবাসী। মার্চ মাসেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছিল এই বছর তাপমাত্রা পেরোবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর ঠিক সেই মতই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তীব্র দাবদাহ এবং উষ্ণ গরম হাওয়ায় নাজেহাল সকলে। রাত্রি এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পাচ্ছে।
advertisement

কথাতেই রয়েছে ‘গরম এতই বেড়েছে উট ছুটছে সর্বত্র’। তবে সাধারণত উট রাজস্থানের মরীচিকাতে দেখা যায়। তবে মরীচিকা নয় বীরভূমের তীব্র গরমে এক টুকরো যেন রাজস্থানের ঝলক মিলল। কেউ যদি ইচ্ছে প্রকাশ করছেন তাহলে মিলছে উটের সাওয়ারি। ঠিক যেমনটা মেলে মরুভূমির রাজস্থানে। বীরভূমের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আহমদপুর যাওয়ার রাস্তায় এই উটটিকে দেখতে পায় সকলে। আর এই উট দেখতে ভিড় জমায় কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা।

advertisement

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বীরভূমের বোলপুরে সকাল থেকেই দেখা মিলল উটের। গরমের মরশুমে তাই স্থানীয়রা টিপ্পনী কেটে বলছেন, ‘‘মরুভূমির সবই ছিল। শুধু উট বাকি ছিল। সেটাও এবার চলে এল। গরমের ষোলো কলা পূর্ণ হল।’’ কিন্তু হঠাৎ করে কোথা থেকে এল রাজপুতের দেশের প্রাণী? এই বিষয়ে যিনি এই উট নিয়ে এসেছিলেন সেই মন্সিদ জানান, তিনি বেনারস থেকে এসেছেন এবং তার এই উটটি তিনি কিনেছেন রাজস্থান থেকে। রাজস্থান থেকে বেনারস আসতে তার সময় লেগেছে প্রায়ই ৪৫ দিনের কাছাকাছি এবং সেখান থেকে সম্পূর্ণ রাস্তা পেরিয়ে বীরভূম আসতে সময় লেগেছে প্রায় পাঁচ মাসের কাছাকাছি।

advertisement

View More

বীরভূমের বোলপুরে উট আসা মাত্র শুরু হয় হুড়োহুড়ি। উট দেখে বেজায় খুশি স্থানীয়রা। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। লম্বা লাইন দিয়ে চলছে নিজস্বী তোলা। প্রবীণদের অনেকের স্মৃতি ফিরে আসছে উট দেখে। তবে এ সব কথায় পাত্তা দিতে নারাজ অল্পবয়সীরা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা ঠাট্টার সুরে বলছেন, উটের সঙ্গে ছবি তুলে গরমের সব কষ্ট ভুলে থাকা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আর ছুটতে হবে না রাজস্থান, এবার বীরভূম গেলেই দেখা মিলবে উটের! কারণটা কী? উপচে পড়ছে মানুষের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল