TRENDING:

Success Story: ঠেলা গাড়ি টানে বাবা, কোনওরকমে চলে সংসার, দিন-রাত এক করে যা করছেন এই ছেলে..., জানলে গর্বে বুক ফুলবে আপনার

Last Updated:

Success Story: সকাল থেকে বিকেল পর্যন্ত বাবা করেন ঠেলা গাড়িতে করে হকারি। সারাদিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই বার্নপুর শহরের এই প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে আয় হয় সারা দিনে ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু তার ছেলের প্রতিভা জানলে অবাক হবেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা : সকাল থেকে বিকেল পর্যন্ত বাবা করেন ঠেলা গাড়িতে করে হকারি। কখনও বিক্রি করেন কলা আবার কখনও বিক্রি করেন আপেল আবার সবজি। সারাদিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই বার্নপুর শহরের এই প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে আয় হয় সারা দিনে ২০০ থেকে ৩০০ টাকা। টালির ছাউনি দেওয়া বাড়িতে বসবাস কিন্তু তার ছেলের প্রতিভা জানলে আপনাকে ভাবাবে।
advertisement

পরিবারে দুই ছেলে ও এক মেয়ে সব মিলিয়ে পাঁচ সদস্য নিয়ে ভাড়ার টালির ছাউনি দেওয়া বাড়িতে বসবাস। নুন আনতে পান্তা ফুরায় এমনই অবস্থা। সেই বাড়ির ছেলে ফাহিম। দেখতে ছোটখাটো হলেও তার প্রতিভা কার্যত আপনাকে ভাবাবে। এখন থেকেই জেলার বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে পদক, শংসাপত্র সংগ্রহ করেছে একাধিক। সেই তালিকায় রয়েছে রাজ্য স্তরের তিনটি বিভাগে গোল্ড মেডেল। ফাহিম তার বাবাকে সাহায্য করতে কখনও কখনও রাত্রি জেগে ক্যাটারিং করে আবার ফুটপাতে বসে শার্ট বিক্রি করে।

advertisement

আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…

মহম্মদ ফাহিম এর বাড়ি আসানসোল মহকুমার বার্নপুর শহরের রহমত নগরে। বাবা পেশায় ঠেলা গাড়িতে করে কখনও কলা, আপেল কখনও সবজি বিক্রি করেন। মাথার উপরে টালির চাউনি দেওয়া ঘরে বসবাস। বৃষ্টি হলে কখনও কখনও সেই টালি দিয়ে গড়িয়ে পরে বৃষ্টি। কষ্টের মধ্যে দিনযাপন করে চলেছে তারা। কিন্তু ফাহিমের স্বপ্ন আকাশ ছোঁয়ার। এই বয়সেই তার ঝুলিতে জেলা স্তরের বিভিন্ন জায়গায় একাধিক পদক রয়েছে কিছু মাস আগে পেয়েছে রাজ্যে স্তরে তিনটি বিভাগে গোল্ড মেডেল, সার্টিফিকেট। আগামী নভেম্বরে রয়েছে ন্যাশনাল গেমস। ইতিমধ্যেই ফাহিম প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার কোচ রয়েছেন বার্নপুর শহরের বাবন গড়াই।

advertisement

View More

আরও পড়ুন-পুরুষদের ‘রামবাণ’…! রাতে ঘুমানোর আগে দিন এক চুমুক, সকালেই ছুটবেন তেজি ঘোড়ার মতো, ৭ দিনে জেগে উঠবে ঝিমিয়ে পড়া পুরুষত্ব, যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মহম্মদ ফাহিম-এর বাবা মহম্মদ জাহাঙ্গীর বলেন,  ‘ছেলে অনেক পরিশ্রম করে সকালে এবং বিকেলে প্র্যাকটিস করতে যায়। তাকে সহযোগিতা করে বার্নপুর শহরের কোচ বাবন গড়াই। আমি চাই আমার ছেলে আগামী দিনে ভাল জায়গায় পৌঁছাক এবং ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিদেশের মাটিতে খেলায় জয় করে আসুক। ফাহিম আগামিতে দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনায় করছে সকলে।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: ঠেলা গাড়ি টানে বাবা, কোনওরকমে চলে সংসার, দিন-রাত এক করে যা করছেন এই ছেলে..., জানলে গর্বে বুক ফুলবে আপনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল