TRENDING:

Digha Jagannath Mandir: কোটি কোটি মানুষের জন্য বিরাট সুখবর! এবার ঘরে বসেই মিলবে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ, তুমুল ব্যস্ততা দিঘায়

Last Updated:

East Medinipur News: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ই প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার আগেই বিশেষ বাক্সে প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। ১৭ জুন থেকে রাজ্য জুড়ে প্রসাদ বিতরণ শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘা জগন্নাথ ধাম রাজ্য রাজনীতিতে চর্চার বিষয়ে উদ্বোধনের প্রথম দিন থেকেই। এবার সেই জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে যাবে বাড়ি বাড়ি। তা নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি। জগন্নাথ ধামের প্রসাদ রেশন ব্যবস্থার মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে, জেলায় জেলায় তৈরি হবে মিষ্টি। দায়িত্বে বিডিওরা। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ই প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার আগেই বিশেষ বাক্সে প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। ১৭ জুন থেকে রাজ্য জুড়ে প্রসাদ বিতরণ শুরু হবে।
advertisement

সোমবার থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। সোমবার দিঘার জগন্নাথধামের প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হবে প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। দুপুরে রাজভোগের পর এই খোয়া ক্ষীর অর্পণ করা হবে বলে জানা গিয়েছে। এরপর সেই ক্ষীর রাজ্যের জেলায় জেলায় পৌঁছে যাবে। সেখানেই এই প্রসাদি ক্ষীর মিশিয়ে তৈরি হবে পেঁড়া এবং গজা। ইতিমধ্যে প্রসাদ বিতরণের প্রস্তুতি তুঙ্গে। দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষের ঘরে পৌঁছে যাবে প্রভু জগন্নাথের প্রসাদ। বাক্সের মধ্যে থাকবে একটি পেঁড়া, একটি গজা ও দিঘার জগন্নাথ দেবের একটি ছবি।

advertisement

আরও পড়ুন-জুনেই খুলবে ভাগ্য…! ১৮ বছর পর কেতু-বুধের বিরল সংযোগ! টাকার খনিতে ৫ রাশি, ধন-সম্পদের ফোঁয়ারা, পাবে কুবেরের ধন

দিঘার এই মহাপ্রসাদ পেতে বর্তমানে রাজ্যজুড়ে আধ্যাত্মিক আকাঙ্ক্ষাও তুঙ্গে। যাবতীয় বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীর পাঠানো জগন্নাথদেবের প্রসাদ যেন মাথায় করে রাখতে চাইছেন আধ্যাত্মিকতায় ভরপুর রাজ্যের মানুষ। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মনের শান্তি এবং ভগবানের প্রতি ভক্তি নিয়ে প্রভু জগন্নাথের আশিস সাদরে গ্রহণ করছেন রাজ্যের মানুষ। দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, ‘মন্দিরেও জগন্নাথের প্রসাদ পেতে দূর-দূরান্ত থেকে মানুষজন আসছেন। মুখ্যমন্ত্রী যেভাবে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তা সত্যিই আধ্যাত্মিকতার একটি ভাল দিক।’

advertisement

আরও পড়ুন-জুনেই লাগবে ‘লটারি’…! সূর্য-গুরুর রাজকীয় চালে ৫ রাশি ‘কোটিপতি’, ভাসবেন টাকার সাগরে, খুলবে ভাগ্যের দরজা

৩০০ কেজির খোয়া ক্ষীর পুজো দিয়ে জেলায় জেলায় পাঠানো হবে প্রসাদ তৈরিতে। আর সেই প্রসাদ প্যাকেজিং এর মাধ্যমে পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। সমস্ত ধর্মের, বর্ণের, জাতির মানুষ পাবেন এই মহাপ্রসাদ। সঙ্গে থাকবে মন্দিরের ছবি। ১৭ জুন থেকেই জেলায় জেলায় বাড়ি বাড়ি এই প্রসাদ পেতে শুরু করবে সাধারণ মানুষ। উল্টোরথের মধ্যেই তা পৌঁছনো শেষ হবে। জানা যায় প্রসাদের বাক্সে থাকবে পেঁড়া, গজা। জেলায় জেলায় এই মিষ্টি তৈরি হবে স্থানীয় মিষ্টি দোকানেই। স্বাস্থ্যবিধি মেনেই এই মহাপ্রসাদের মিষ্টি প্রস্তুত করা হবে। এই মহাপ্রসাদ তৈরির আগে ব্যস্ততা দিঘা জগন্নাথ ধামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 সৈকত শী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Mandir: কোটি কোটি মানুষের জন্য বিরাট সুখবর! এবার ঘরে বসেই মিলবে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ, তুমুল ব্যস্ততা দিঘায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল