TRENDING:

East Medinipur News: ৪০০ টাকা থেকে শুরু, জলের দরে সস্তায় মাদুর কিনতে হলে চলে আসুন ‘এই’ গ্রামে

Last Updated:

East Medinipur News: ছোট থেকে বড়। আবার নানান ধরনের ডিজাইনের মাদুর। কেমন মাদুর চাই আপনার? আপনি যদি মাদুর কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে পটাশপুরের এই মাদুর গ্রামে। ৪০০ টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত দামের মাদুর পাওয়া যায় এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: ছোট থেকে বড়। আবার নানান ধরনের ডিজাইনের মাদুর। কেমন মাদুর চাই আপনার? আপনি যদি মাদুর কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে পটাশপুরের এই মাদুর গ্রামে। ৪০০ টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত দামের মাদুর পাওয়া যায় এখানে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের কনকপুর গ্রাম এখন পরিচিত ‘মাদুর গ্রাম’ নামে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের মানুষ ধরে রেখেছেন এই ঐতিহ্যবাহী হস্ত‌শিল্পকে। শীত, গ্রীষ্ম, বর্ষা—সারা বছরেই গ্রাম জুড়ে শোনা যায় মাদুর‌ তৈরির শব্দ।
advertisement

এই গ্রামের প্রায় ৮০ শতাংশ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাদুর তৈরি করে চলেছেন। বাড়ির পুরুষ থেকে শুরু করে মহিলা সকলে বসে একসঙ্গে মাদুর তৈরি করেন। সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই শুরু হয় কাঠি শুকোনো, রঙ করা, নকশা কাটা আর মাদুর বোনার কাজ। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও মাদুর তৈরির ব্যস্ততা কমে না। গ্রামের ঘরে ঘরে উঠোন থেকে শেড—সব জায়গায় সারি সারি মাদুর শুকোতে দেখা যায়। এই গ্রামে এলেই আপনার নজর কাড়বে নানান রকম ট্রেন্ডিং ডিজাইনের মাদুর। মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত ট্রেন্ডিং মাদুর তৈরি করে চলেছে এই গ্রাম।

advertisement

আরও পড়ুন- ডিসেম্বরেই ‘জ্যাকপট’…! শনির নক্ষত্রমণ্ডলে বুধের গোচর, দুরন্ত চালেই খুলবে পোড়া কপাল, ৩ রাশির টাকার ফোঁয়ারা, আপনার ভাগ্যে কী

কনকপুর গ্রামের পূর্ণচন্দ্র পাঁজা প্রায় চার দশক ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত। বাবা ও ঠাকুরদার কাছ থেকেই তিনি শিখেছেন মাদুর তৈরির কাজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবার মাদুর তৈরি করে চলেছেন। তার বাড়ির কচিকাচাদের ঘুম ভাঙ্গে মাদুর‌ তৈরির শব্দে।‌ জেলার বিভিন্ন হাটবাজারে যায় কনকপুরের মাদুর। শুধু সাধারণ মাদুর নয়, আজকের বাজারের চাহিদা মাথায় রেখে তাঁরা তৈরি করছেন নানান ধরনের ট্রেন্ডিং মাদুর—টেবিল মাদুর, শো-পিস মাদুর, রঙিন বর্ডার ও ডিজাইন করা ফ্যান্সি মাদুর।

advertisement

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! নতুন বছরে আরও ভয়ঙ্কর রাহুর গোচর, ৩ রাশির জীবন উথাল-পাথাল, পদে পদে বিপদ, কাঙাল করে ছাড়বে

সেরা ভিডিও

আরও দেখুন
৪০০- ১৭ হাজার টাকা, কেমন মাদুর কিনতে চান, কনকপুরের মাদুর দেখে চমকে যাবেন আপনিও
আরও দেখুন

আবার সারা বছর কাঠির জোগান বজায় রাখতে নিজেরাই চাষ করছেন মাদুর কাঠি। বর্ষাকালে কাঠি নষ্ট হয়ে যাওয়ার সমস্যা এড়াতে তাঁরা বিশেষ শুকোনো ঘরও তৈরি করেছেন। সরকারের সহায়তা সীমিত হলেও নিজেদের প্রচেষ্টায় কনকপুর গ্রাম ধীরে ধীরে হয়ে উঠেছে একটি স্বনির্ভর হস্তশিল্প গ্রামের। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রাম মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ৪০০ টাকা থেকে শুরু, জলের দরে সস্তায় মাদুর কিনতে হলে চলে আসুন ‘এই’ গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল