শর্মিষ্ঠা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে যোগাসনে একাধিকবার স্বর্ণপদক জয়লাভ করেছেন। যোগা প্রশিক্ষনের পাশাপাশি যোগাসনের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার জন্য শর্মিষ্ঠার ব্যক্তিগত উদ্যোগে এক বছর আগে ঝাড়গ্রাম শহরে শুরু করেছিল শর্মিষ্ঠা যোগা স্টুডিও। এবছর তার এই যোগা স্টুডিওর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায়।
আরও পড়ুনঃ মুম্বই দল কিনলেন সারা তেন্ডুলকর! ক্রিকেট দুনিয়ায় পা রেখেই মালকিন হলেন সচিন কন্যা
advertisement
শর্মিষ্ঠার কাছে যোগাসন শিখতে আসা সমস্ত বয়সের যোগাসন প্রেমীরা মঞ্চে তাদের যোগাসন প্রদর্শন করে। শর্মিষ্ঠাকেও এক অন্য রূপে যোগাসন প্রদর্শন করতে দেখে মুগ্ধ হয়ে যায় উপস্থিত সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বুদ্ধদেব বেরা