আরও পড়ুন: ট্রাক্টর কিনলে অর্ধেক টাকা দেবে সরকার! এইভাবে আবেদন করুন
সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ ডিসেম্বর রাতে যিশু খ্রিস্টের উপসনা হয়। সেই রীতি মেনে মঠ ও মিশনে উপাসনা চলে। যথারীতি প্রতি বছরের মত এবছরও প্রভু যিশুর উপসনার আয়োজন করা হয়। জানা যায় খ্রিস্টান ধর্মের রীতি মেনে যিশু খ্রিস্টের সামনে কেক, ফল, রেখে বাতি জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করা হয়। রামকৃষ্ণ মঠের আয়োজিত বাইবেল পাঠ করা হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই উপলক্ষে বিভিন্ন ধর্মের মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমিতে। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, বড়দিনের আগের দিনে যিশুর জন্মদিন মাঠে পালন করা হয়। গোটা মঠ আলোয় সেজে উঠে। অন্যদিকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকতরনন্দ মহারাজ জানিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সব ধরনেরই আরাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে। সেই কথা মনে রেখেই এমন উদ্যোগ। প্রতিবছরই মঠ চত্ত্বরে এই দিনটি পালন করা হয়। তার কারণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
শুভজিৎ ঘোষ