গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। স্বস্তি পেতে পথে বেরিয়ে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন সেই গাছের তলাতেই ১৪৪ বর্গফুটের লুডো পেতে খেলতে দেখা গেল কচিকাঁচা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। বছর ৪৫ এর অভয় কুমার বিশ্বাসের রানাঘাটের তাহেরপুর-কৃষ্ণনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জি দোকান আছে।
advertisement
আরও পড়ুন: কাজ না করলে ভাত জুটবে না! মে দিবসের তাৎপর্য ‘ব্যর্থ’ কৃষকদের কাছে
অভয়বাবু প্রথমে একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন। যদিও সেটা হারিয়ে যায়। এরপর ২০১৬ সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে। তখনই ঠিক করেন ১৪৪ বর্গফুটের একটি বিশাল আকার লুডো তৈরি করবেন। এরপর গত সাত বছর ধরে একটু একটু করে তিনি তৈরি করেছেন এই লুডো। তাঁর এই লুডোর হাত ধরে এলাকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার আসক্তি কাটিয়ে খেলায় মনোযোগী হবে বলে অভয় বিশ্বাসের ধারণা।
মৈনাক দেবনাথ