TRENDING:

World Earth Day: বিশ্ব ধরিত্রী দিবসে ভূগর্ভস্থ জল নিয়ে সঙ্কটবার্তা

Last Updated:

World Earth Day: দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে। মরুভূমিতে বৃষ্টি এবং সমতলে বইছে লু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রতি বছর রেকর্ড ছাপিয়ে যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আজ অর্থাৎ ২২ এপ্রিল দিনটিকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়। নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে শান্তিপুর সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সমাবেশে। যেখানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নেওয়া হয় একাধিক কর্মসূচিও।
advertisement

দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে। মরুভূমিতে বৃষ্টি এবং সমতলে বইছে লু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রতি বছর রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। নদিয়া, বর্ধমানে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। এর প্রধান কারণ হিসেবে জানা গিয়েছে অবাধে বৃক্ষ ছেদন এবং যানবাহন, কলকারখানার ধোঁয়া ইত্যাদির জন্যই আবহাওয়ার ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে।

আর‌ও পড়ুন: মিছিল করে এসে মনোনয়ন জমা দুই সিপিএম প্রার্থীর

advertisement

সেই কারণেই শান্তিপুর সায়েন্স ক্লাবের পক্ষ থেকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক জনসভার। জানা গিয়েছে, নদিয়া জেলার জলস্থল তিন ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে শান্তিপুরের জলস্তর অতি সঙ্কটজনক অবস্থায় রয়েছে। আর সেই কারণেই দফতর থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। যেমন জমিতে জল দেওয়ার ক্ষেত্রে মোটর দিয়ে ভূগর্ভস্থের জল তুলে সেই জল জমিতে দেওয়া বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বাগান অথবা বনভূমি এলাকায় বড় বড় গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করা হচ্ছে। এই সমস্ত একাধিক বিষয় নিয়ে এই সচেতনতামূলক জনসভা করা হয়।

advertisement

View More

উল্লেখ্য এর আগে পরিবেশের জন্য পঞ্চায়েত নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল কৃষ্ণনগরে। আসন্ন লোকসভা নির্বাচনে পরিবেশের জন্য নির্বাচন লড়তে দেখা যাবে কিনা তা জানতে চাওয়া হলে সায়েন্স ক্লাবের সদস্যরা জানান, লোকসভা নির্বাচনে লড়তে গেলে বিপুল পরিমাণে অর্থ দরকার হয়। তাই এ বছর অন্তত তাঁরা নির্বাচনে লড়তে পারবেন না।

মৈনাক দেবনাথ

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Earth Day: বিশ্ব ধরিত্রী দিবসে ভূগর্ভস্থ জল নিয়ে সঙ্কটবার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল