Lok Sabha Election 2024: মিছিল করে এসে মনোনয়ন জমা দুই সিপিএম প্রার্থীর
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Lok Sabha Election 2024: মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে সিপিএম প্রার্থী নীরব খাঁ বলেন, আমরা একশো শতাংশ জিতছি। মানুষের ভরসা অনেক বেড়েছে
পূর্ব বর্ধমান: তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং বিজেপি প্রার্থী অসীম সরকারের পর এবার মনোনয়ন দাখিল করলেন জেলার সিপিএম প্রার্থীরা। সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অফিসে এসে বর্ধমান-দুর্গাপুরের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল মনোনয়নপত্র জমা দেন। একইসঙ্গে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে সিপিএম প্রার্থী নীরব খাঁ বলেন, আমরা একশো শতাংশ জিতছি। মানুষের ভরসা অনেক বেড়েছে। বিরোধীপক্ষ যারাই থাকুক না কেন আমাদের কাছে নির্বাচনী লড়াই তেমন একটা কঠিন হবে না।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার শুরু করেছেন প্রত্যেক প্রার্থী। সেরকমই নিজেদের লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাতে দেখা গিয়েছে সিপিএমের এই দুই প্রার্থীকেও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রোদ গরম মাথায় নিয়ে এই দুই প্রার্থীও জোরকদমে তাঁদের প্রচার চালাচ্ছেন।
advertisement
প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতিও থাকছে চোখে পড়ার মত। একইভাবে এদিন বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন সিপিএমের এই দুই প্রার্থী। তবে চূড়ান্ত রায় দেবে জনতা জনার্দন। তার জন্য এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2024 8:58 PM IST









