TRENDING:

World Blood Donor Day: আসামির বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন চার ওয়ার্ডার

Last Updated:

World Blood Donor Day: হঠাৎ খবর আসে সাজাপ্রাপ্ত আসামি সুকুমার সোরেনের বাবা লাখু সোরেন একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ে যায় জেলের ভিতরে বন্দি থাকা সুকুমারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: জেলা সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আসামির বাবার জীবন বাঁচালেন চার জেল ওয়ার্ডার। চরম বিপদে এগিয়ে এলেন তাঁরা। যদিও এই ওয়ার্ডাররাই জানিয়েছেন, সংশোধনাগারে যারা থাকেন তাঁদেরকে আসামির চোখে দেখেন না। নিজেদের পরিবার বলেই মনে করেন কারারক্ষী থেকে শুরু করে ওয়ার্ডার এবং জেলাররা।
advertisement

বাঁকুড়া জেলার সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ খবর আসে সাজাপ্রাপ্ত আসামি সুকুমার সোরেনের বাবা লাখু সোরেন একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ে যায় জেলের ভিতরে বন্দি থাকা সুকুমারের। বাবার চিকিৎসা হবে কীভাবে, কে দেখবে এইসব চিন্তা পেড়ে ফেলে তাঁকে। যদিও জেলবন্দি আসামির বাবা লাখু সোরেনের জীবন বাঁচাতে এক মুহূর্ত চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েন বাঁকুড়া সংশোধনাগারের চার ওয়ার্ডার অভিজিৎ মিশ্র, সৌমেন মণ্ডল, সন্দ্বীপ নন্দী এবং প্রশান্ত ঘোষ। চার ইউনিট রক্ত দেন তাঁরা।

advertisement

আর‌ও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টির জেরে শহরমুখী শতাধিক জংলি হাতির দল

বিশ্ব রক্তদাতা দিবসে এর চেয়ে বড় লাল সংগ্রামের উদাহরণ কিই বা হতে পারে। বাঁকুড়া জেলা সংশোধনাগারের কন্ট্রোলার ধ্রুবজিত চৌধুরী বলেন, আসামি নয়, ওরা আমাদের পরিবার। তাই ওঁদের দুঃখে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ওই চার ওয়ার্ডার সটান হাজির হয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। সই করে, নাম লিখিয়ে এবং ওজন করিয়ে সবরকম নিয়ম মেনে তাঁরা রক্তদান করেন। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন জেলবন্দি সুকুমার সোরেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Blood Donor Day: আসামির বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন চার ওয়ার্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল