বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাইস্কুলে বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল রোবট, এরোপ্লেন, এআই-এর ব্যবহার সহ প্রযুক্তি নিয়ে কর্মশালা। মূলত গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথাগত শিক্ষা ছাড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনায় আগ্রহ খুব একটা দেখা যায় না। সেই সকল ছাত্র-ছাত্রীদের বেশি করে ইঞ্জিনিয়ারিং সহ প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী এবং বিজ্ঞানমুখী করতে এই কর্মশালার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন: সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙল বাঁধ, জল ঢুকে ক্ষতিগ্রস্ত আমজনতা
বাচ্চাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে, এই রোবট কাজ করে কীভাবে? শিশু মনে এই প্রশ্নের উত্তর জোগাতেই একাধিক রোবট, প্রোগ্রামিং, মডিউলার সহ বিভিন্ন গ্যাজেটের ব্যবহার দেখা যায়। শুধু রোবট নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টিং, কোডিং-সহ বিভিন্ন প্রযুক্তিবিদ্যার সঙ্গে সরল সহজভাবে শিশু মনের আলাপ ঘটিয়ে দেওয়াই ছিল এই কর্মশাল মূল উদ্দেশ্য। এই সবকিছু চোখের সামনে হাতে-কলমে দেখে প্রযুক্তি নিয়ে বেশ অনেকটাই উৎসাহিত হয়েছে পড়ুয়ারাও।
জুলফিকার মোল্যা