TRENDING:

Paschim Bardhaman News: বয়স মাত্র দেড় বছর! স্মৃতিশক্তির বয়স অনেক বেশি! ছবি দেখে বলে দেয় বহু নাম

Last Updated:

মাত্র দেড় বছর বয়সে সেই মনে রাখতে পারে বহু কিছু। ১৮ রকমের জিনিস দেখামাত্র চিহ্নিত করতে পারে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: আচ্ছা একটা দেড় বছর বয়সের শিশু কী কী করতে পারে বলুন তো? কতটা স্মৃতিশক্তি হতে পারে তার? কথা বলায় কতটা ওস্তাদ হতে পারে সে? খুব স্বাভাবিক ভাবেই উত্তর হবে, বিশেষ কিছু নয়। কিন্তু আসানসোলের কুলটি এলাকার বাসিন্দা রিয়ান্সি মণ্ডল দেড় বছর বয়সেই বাজিমাত করছে নিজের স্মৃতিশক্তির দক্ষতায়।
advertisement

বয়স মাত্র দেড় বছর। এখনও স্পষ্ট ভাবে কথা বলা শেখেনি রিয়ান্সি। কিন্তু এই বয়সে তার স্মৃতিশক্তি প্রখর। একবার কোনও জিনিস দেখলে বা শুনলে, তা দীর্ঘদিন মনে রাখার ক্ষমতা রয়েছে আসানসোলের এই একরত্তির। মাত্র দেড় বছর বয়সে সেই মনে রাখতে পারে বহু কিছু। ১৮ রকমের জিনিস দেখামাত্র চিহ্নিত করতে পারে সে।

advertisement

এই বয়সে পতাকা দেখে মোট ২৮ টি দেশের নাম চিহ্নিত করতে পারে রিয়ান্সি। পাশাপাশি বিশ্ববরেণ্য ব্যক্তিদের ছবি দেখা মাত্রই তাদের নাম বলে দিতে পারে অবলীলায়। বলে দিতে পারে সাতটি রংয়ের নাম। এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফাবেট তার কণ্ঠস্থ। রিয়ান্সির মা মঞ্জুরী দেবী জানিয়েছেন ছোট থেকেই তার স্মৃতিশক্তি প্রখর।

আরও পড়ুন: মর্মান্তিক! মুহূর্তেই শেষ হয়ে গেল ১৭-র তরতাজা প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

advertisement

আরও পড়ুন: বাচ্চা চুরির গুজবে তোলপাড় বারাসত… লিফলেট বিলি শুরু করল পুলিশ

সম্প্রতি মেয়ের এই প্রতিভার ভিডিও তারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর কাছে পাঠিয়েছিলেন। সেখান থেকেও পাওয়া গিয়েছে স্বীকৃতি। মেয়ের এই অবাক করা প্রতিভা দেখে বাড়ির সকলেই খুব খুশি। তাঁরা আশা দেখছেন, ভবিষ্যতে এই মেয়ে তাঁদের মুখ আরও উজ্জ্বল করবে। অন্যদিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে পাওয়া স্বীকৃতি এই খুশি আরও বাড়িয়ে দিয়েছে পরিবারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Bardhaman News: বয়স মাত্র দেড় বছর! স্মৃতিশক্তির বয়স অনেক বেশি! ছবি দেখে বলে দেয় বহু নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল