North 24 Parganas News: বাচ্চা চুরির গুজবে তোলপাড় বারাসত... লিফলেট বিলি শুরু করল পুলিশ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
বেশ কিছুদিন ধরেই জেলা পুলিশের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে বাচ্চা চুরির এই গুজবে কান না দেওয়ার জন্য। ওই দিনের ঘটনায় ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতেও পেশ করা হয়।
উত্তর ২৪ পরগনা: শিশুপাচার সন্দেহে বারবার উত্তপ্ত হয়ে উঠছে জেলা সদর শহর বারাসত। বাচ্চা পাচারকারী সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। যার মধ্যে আছেন মহিলারাও। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা সকলেই এখন বারাসত জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বেশ কিছুদিন ধরেই জেলা পুলিশের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে বাচ্চা চুরির এই গুজবে কান না দেওয়ার জন্য। ওই দিনের ঘটনায় ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতেও পেশ করা হয়। তবে তাতেও ক্ষান্ত হয়নি জেলা পুলিশ প্রশাসন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিন বারাসত জেলা সদর-সহ বারাসাত জেলা পুলিশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে লিফলেট বিলি করতে দেখা গেল পুলিশ আধিকারিকদের। বিভিন্ন স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলে এই গুজবে কান না দেওয়ার কথাও জানানো হয় পুলিশের তরফ থেকে। গোবরডাঙ্গা, অশোকনগর, হাবড়া সহ বিভিন্ন থানা এলাকায় মাইকিং প্রচার করতে দেখা যায় স্থানীয় পুলিশ প্রশাসনকে। বিষয়টি নিয়ে এখনও চাপা আতঙ্ক রয়েছে অভিভাবকদের মধ্যে। সেই আতঙ্ক কাটিয়ে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। যাতে এমন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতেই রাস্তায় নামেন জেলা পুলিশের কর্তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাচ্চা চুরির গুজবে তোলপাড় বারাসত... লিফলেট বিলি শুরু করল পুলিশ








